Suvendu on DA : 'কোটি কোটি টাকা খরচ করেছে, DA মামলায় হারবে জানত' আর যা চরম কথা বললেন শুভেন্দু

Suvendu Adhikari DA Case : সুপ্রিম কোর্ট ৪ সপ্তাহের মধ্যে ২৫% মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই রায়ে রাজ্য সরকারের নীতির বিরোধিতা করে শুভেন্দু বলেন, DA কর্মচারী ও পেনশনারদের অধিকার, যা মুখ্যমন্ত্রী বারবার ঐচ্ছিক বলে দাবি করেছেন।

Share this Video

Suvendu Adhikari DA Case : সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে ৪ সপ্তাহের মধ্যে সরকারি কর্মচারীদের ২৫% মহার্ঘ ভাতা (DA) পরিশোধের নির্দেশ দিয়েছে। এই নির্দেশকে কেন্দ্র করে রাজ্য সরকারের নীতির কড়া সমালোচনা করেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মহার্ঘ ভাতা সরকারি কর্মচারী ও পেনশনারদের সাংবিধানিক অধিকার, যা মুখ্যমন্ত্রী বারবার 'ঐচ্ছিক' বলে দাবি করেছেন। শুভেন্দু আরও বলেন, দীর্ঘদিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চ ও কর্মচারী সংগঠনগুলি লাগাতার আন্দোলন চালিয়ে এসেছে, যার ফলস্বরূপ আজ আদালতের এই ঐতিহাসিক রায়। তাঁর দাবি, সুপ্রিম কোর্ট আইনতভাবে মুখ্যমন্ত্রীকে শিক্ষা দিয়েছে। এই রায় রাজ্য রাজনীতিতে নতুন আলোড়ন তুলেছে এবং DA ইস্যুতে রাজ্য সরকারের উপর চাপ আরও বাড়িয়েছে।

Related Video