
বিয়ে বাড়ি থেকে এসে দরজা খুলতেই হাড়হিম করা দৃশ্য! মালদার ঝলঝলিয়া রেল কলোনির ঘটনা
ঘরের দরজা খুলতেই হাড়হিম করা দৃশ্য! মাটিতে পড়ে বড় মেয়ে, গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে বাবা। ঘটনাস্থল মালদা শহরের ঝলঝলিয়া রেল কলোনির রেল কোয়ার্টার। কোয়ার্টার থেকে উদ্ধার জোড়া মৃতদেহ।
ঘরের দরজা খুলতেই হাড়হিম করা দৃশ্য! মাটিতে পড়ে বড় মেয়ে, গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে বাবা। ঘটনাস্থল মালদা শহরের ঝলঝলিয়া রেল কলোনির রেল কোয়ার্টার। কোয়ার্টার থেকে উদ্ধার জোড়া মৃতদেহ। এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল। ঘটনাস্থলে ইংরেজ বাজার থানার পুলিশ। মৃত শম্ভুনাথ চৌধুরী(৫০) ও মেয়ে শলি কিরণ চৌধুরী (২৭)। রেলে চাকরির সুত্রে পরিবার নিয়ে কোয়ার্টারে থাকতেন শম্ভুনাথ চৌধুরী। আত্মহত্যা না অন্য রহস্য খতিয়ে দেখছে পুলিশ।