- Home
- West Bengal
- West Bengal News
- DA মামলা ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে উঠবে? রাজ্য সরকারি কর্মীরা অপেক্ষায় রয়েছে ডেইলি কজ লিস্টের
DA মামলা ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে উঠবে? রাজ্য সরকারি কর্মীরা অপেক্ষায় রয়েছে ডেইলি কজ লিস্টের
- FB
- TW
- Linkdin
ডিএ মামলার ১৪তম শুনানি কবে?
সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার ১৪ তম শুনানি কবে? তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা।
৭ জানুয়ারি মামলার শুনানির কথা
সুপ্রিম কোর্টে আগামী ৭ জানুয়ারি মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। কিন্তু তাই নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
ক্রমতালিকায় ৭০৬ নম্বর
রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা সুপ্রিম কোর্টের ক্রমতালিকায় ৭০৬ নম্বরে রয়েছে। এই পরিস্থিতিতে মামলার শুনানি আবারও পিছিয়ে যেতে পারে বলেই অনেকে অনুমান করছেন
৬ মাস পরে ডিএ মামলা
দীর্ঘ ৬ মাস পরে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ডিএ মামলা। তাই রাজ্য সরকারি কর্মীরা মামলার দিকে তাকিয়ে রয়েছেন। কিন্তু মামলা পিছিয়ে যেতে পরে শুনে তারা হতাশ হয়েছেন।
অ্যডভান্স লিস্ট
সুপ্রিম কোর্টে প্রকাশিত হয়েছে অ্যাডভান্স লিস্ট। সেখানেই তালিকায় ৭০৬ নম্বরে রয়েছে। তাই মামলা ওই দিনে শুনানির জন্য উঠবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।
রাজ্য সরকারি কর্মীদের বক্তব্য
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, তাঁরা ডেইলি কজ লিস্টের অপেক্ষায় রয়েছেন।
ডেইলি কজ লিস্টই শেষ কথা
ডেইলি কজ লিস্ট বেরোলেই স্পষ্ট হবে ডিএ মামলা ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠবে কিনা।
শুনানি পিছিয়ে গেছে
এর আগে ডেইলি কজ লিস্টে মামলাটি পিছনের দিকে থাকায় শুনানি পিছিয়ে গিয়েছিল।
২ জানুয়ারির জন্য অপেক্ষা
রাজ্য সরকারি কর্মীরা জানিয়েছেন ডেইলি কজ লিস্ট প্রকাশিত হবে আগামী ২ জানুয়ারি। সেই দিনই স্পষ্ট হবে ডিএ মামলার শুনানি ঠিক কবে হবে।
২০১৬ সাল থেকে মামলা
২০১৬ সাল থেকেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা চলছে। একাধিকবার মামলার শুননি পিছিয়ে গেছে। শেষবার ডিএ মামল উঠেছিল জুলাই মাসে।