
Nadia News : তুমুল বৃষ্টি, বাজ পড়তেই সব শেষ! বজ্রাঘাতে ৫ টি হনুমানের মৃত্যু, শোকের ছায়া এলাকায়
নদিয়ায় বজ্রাঘাতে একসঙ্গে ৫ টি হনুমানের মৃত্যু। আহত প্রায় ১৭ টি হনুমান। মর্মান্তিক ঘটনার সাক্ষী নদিয়ার শান্তিপুর। এখানেই গাছে বাজ পড়ে মৃত্যু হল ৫ টি হনুমানের। নদীয়ার শান্তিপুর থানার প্রফুল্লনগরের ঘটনা।
নদিয়ায় বজ্রাঘাতে একসঙ্গে ৫ টি হনুমানের মৃত্যু। আহত প্রায় ১৭ টি হনুমান। মর্মান্তিক ঘটনার সাক্ষী নদিয়ার শান্তিপুর। এখানেই গাছে বাজ পড়ে মৃত্যু হল ৫ টি হনুমানের। নদীয়ার শান্তিপুর থানার প্রফুল্লনগরের ঘটনা। ঘটনার খবর পেয়েই ছুটে আসে বনদপ্তরের কর্মী ও দমকল বাহিনী।