আমি ১২ বছর সাংসদ হয়ে যা পারিনি, সেটা রচনা দেড় বছরেই.... রচনাকে নিয়ে এ কী বললেন দেব

রচনার বলা শেষ হতেই দেব বক্তৃতা দিতে উঠে বললেন, আমি ১২ বছর সাংসদ হয়ে এত ভাল ভাষণ দিতে পারলাম না, আর সেখানে রচনা দি দেড় বছর সাংসদ হয়েই দারুণ বলল।

Share this Video

সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিবিধ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উঠে এল অন্য ধরনের মুহূর্ত। তৃণমূলের দুই সেলেব সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (হুগলি) ও দেব (ঘাটাল) পরপর মঞ্চে ভাষণ দিলেন। রচনার বলা শেষ হতেই দেব বক্তৃতা দিতে উঠে বললেন, আমি ১২ বছর সাংসদ হয়ে এত ভাল ভাষণ দিতে পারলাম না, আর সেখানে রচনা দি দেড় বছর সাংসদ হয়েই দারুণ বলল। দেবের কথা শুনে রচনা লাজুক হয়ে মুখে হাত দিয়ে হাসতে থাকেন। প্রসঙ্গত, নায়ক দেবের প্রথম সিনেমা অগ্নিশপথে নায়িকা ছিলেন রচনা। 

Related Video