
Delhi Air Pollution : 'দূষণে দমবন্ধ, শ্বাস নিতে পারছি না' তুমুল বিক্ষোভ, ধস্তাধস্তি, আটক!
Delhi Air Pollution News : দিল্লিতে বায়ুদূষণ নিয়ে তুমুল বিক্ষোভ! রাতেই রণক্ষেত্র হয়ে ওঠে ইন্ডিয়া গেট চত্বর! পুলিশের সঙ্গে তীব্র ধস্তাধস্তি পড়ুয়াদের। পরে বেশ কিছু বিক্ষোভকারীদের আটক করে পুলিশ। দিল্লি সরকারের নিষ্ক্রিয়তা নিয়েই বিক্ষোভ বাসিন্দাদের।