Delhi Blast Case : প্রকাশ্যে জঙ্গি ডাক্তারের নয়া CCTV ফুটেজ, উদ্ধার হওয়া ডায়েরিতে ২৫ জনের নাম!

Share this Video

Delhi Blast Investigation : দিল্লিতে বিস্ফোরণের আগে বদরপুর সীমান্ত দিয়ে প্রধান অভিযুক্ত ডাঃ উমর উন নবীর দিল্লিতে প্রবেশের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে দিল্লি পুলিশ। ফুটেজে আই২০ গাড়ি, টোলপ্লাজায় থামা ও নগদ লেনদেন ধরা পড়েছে, যা তদন্তকে আরও জোরদার করছে। দিল্লি বিস্ফোরণ মামলায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সন্দেহভাজন ডাক্তার মুজাম্মিলের ঘর থেকে উদ্ধার ডায়েরিতে কোড ওয়ার্ড, ২৫ জনের নাম এবং ৮–১২ নভেম্বরের সম্ভাব্য পরিকল্পনার উল্লেখ মিলেছে। ডাক্তার উমর ও মুজাম্মিলের ঘর থেকে উদ্ধার নথি তদন্তে নতুন দিক খুলে দিচ্ছে।

Related Video