- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: উপকূল এলাকায় প্রচণ্ড ঝড়বৃষ্টির সতর্কতা, বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়েছে ঘূর্ণাবর্ত
Weather News: উপকূল এলাকায় প্রচণ্ড ঝড়বৃষ্টির সতর্কতা, বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়েছে ঘূর্ণাবর্ত
- FB
- TW
- Linkdin
অগাস্ট মাস শুরু হওয়ার আগেই বঙ্গোপসাগরে ব্যাপকভাবে শক্তি বাড়িয়েছে নতুন সৃষ্ট হওয়া নিম্নচাপ।
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে গাঙ্গেয় বঙ্গে বাড়তি সতর্কতা রয়েছে।
সোমবার সারাদিন জুড়েই কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ পৌঁছে যেতে পারে ঘণ্টায় ৪৫ কিলোমিটারের বেশি। এই কারণে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।
ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে ওঠার কারণে মঙ্গলবার দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের সব জেলাতেই আকাশ আপাতত পরিষ্কার থাকবে। মঙ্গলবারের পর থেকে ধীরে ধীরে কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হতে পারে।
শুক্রবার পার্বত্য বঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় মাঝারি থেকে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন-
Seema Sachin News: খাবার নেই, চাকরি চলে গেছে, সীমা-সচিনের অবস্থা এখন দুর্বিষহ
India Pakistan: ইন্সটাগ্রামে ভারত-পাকিস্তান ভালোবাসা, রাজস্থানের নাবালিকার অদ্ভুত কীর্তি
Astrological Tips: সকালে ঘুম থেকে উঠেই এই ৫টি কাজ একেবারেই করবেন না, সারাটা দিন খারাপ যাওয়ার সম্ভাবনা থাকে
Nurse Having Sex with Patient: অসুস্থ রোগীর সঙ্গে উদ্দাম যৌন সঙ্গম! অর্ধনগ্ন অবস্থাতেই ধরা পড়লেন নার্স