
Murshidabad : '১০ লক্ষ টাকা চাইনা, আমরা শাস্তি চাই' সাফ জবাব ধুলিয়ানের দাস পরিবারের
Murshidabad Violence Latest Update : তীব্র হিংসার আগুনে পুড়ে ছারখার ধুলিয়ান। প্রাণ হারিয়েছেন একই পরিবারের দুই কর্তা—পিতা হর গোবিন্দ দাস এবং পুত্র চন্দন দাস। ঘটনার পর কেটে গেছে বেশ কিছুদিন, কিন্তু আজও স্বজনহারা পরিবার কাটিয়ে উঠতে পারেনি সেই আতঙ্ক।
Murshidabad Violence Latest Update : তীব্র হিংসার আগুনে পুড়ে ছারখার ধুলিয়ান। প্রাণ হারিয়েছেন একই পরিবারের দুই কর্তা—পিতা হর গোবিন্দ দাস এবং পুত্র চন্দন দাস। ঘটনার পর কেটে গেছে বেশ কিছুদিন, কিন্তু আজও স্বজনহারা পরিবার কাটিয়ে উঠতে পারেনি সেই আতঙ্ক। পরিবার জানিয়েছে, “পুলিশ তখন কিছুই করেনি। চোখের সামনে কুপিয়ে খুন করেছে ওরা। আজও বিচার পাইনি।” সরকারের তরফ থেকে দেওয়া ১০ লাখ টাকার ক্ষতিপূরণ ফিরিয়ে দিয়েছে পরিবার। তাদের সাফ বার্তা— “টাকা দিয়ে প্রাণ ফেরানো যায় না। আমরা বিচার চাই, সঠিক তদন্ত চাই।”গোটা এলাকায় এখনো থমথমে পরিবেশ। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও রয়েছে ক্ষোভ ও নিরাপত্তাহীনতা।