দিলীপ ঘোষ বলেন, ‘যারা মমতা ব্যানার্জির আঁচলে বড় হয়েছে, তারা নিজেদের ধান্দায় বিজেপিতে এসেছে। যারা এভাবে বিজেপিতে এসে করে খাচ্ছে দিলীপ ঘোষ তাঁদের থেকে শিখবে না। দিলীপ ঘোষ জানে কীভাবে লড়াই করতে হয়।”
বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার দিঘার সী বিচে মর্নিং ওয়ার্ক করতে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি স্ব-স্ত্রীক দিলীপ ঘোষকে। একেবারে খোশ মেজাজে মর্নিং ওয়ার্ক করলেন দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণ সেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি একাধিক বিষয়ে মুখ খুললেন। বৃহস্পতিবার সকালে দিঘায় দাঁড়িয়েই চাঁচাছোলা ভাষায় বঙ্গ বিজেপির নেতাদের আক্রমণ করেছেন তিনি।
এদিন দিলীপ ঘোষ বলেন, ‘যারা মমতা ব্যানার্জির আঁচলে বড় হয়েছে, তারা নিজেদের ধান্দায় বিজেপিতে এসেছে। যারা এভাবে বিজেপিতে এসে করে খাচ্ছে দিলীপ ঘোষ তাঁদের থেকে শিখবে না। দিলীপ ঘোষ জানে কীভাবে লড়াই করতে হয়।”
সেই সঙ্গে তিনি বলেন তিনি বলেন ২০১৯ সালের পর নিজের হাতে যেভাবে বাগান সাজিয়ে দিয়েছিলাম আজ তা নিঃস্ব হতে বসেছে, এর দায় কে নেবে। ৭৭ টা বিধায়ক ও ১৯জন সংসদ তৈরি করেছিলাম দলের ২৫৭ জন কর্মীর রক্তের বিনিময়ে। আজকে তা কোথায় গিয়ে ঠেকেছে সেটা লক্ষ্য করতে হবে। পাশাপাশি ২০২১ সালের পর দল কোথায় জিতছে। পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির মেম্বারা ছেড়ে চলে যাচ্ছে এর দায় কে নেবে।
দিলীপ এও বলেন, “আমার রক্তের ঠিক আছে, কারণ আমি এ দল, ও দল করে বিজেপিতে আসিনি!” নাম না করে এখানে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীকেই তোপ দাগেন এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ শুভেন্দু তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন।
উল্লেখ্য, সংবাদ শিরোনামে বড়সড় জায়গা করে নিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুধবার রাজ্য সরকারের আমন্ত্রণে দিঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপের পদার্পণ, আর সেই নিয়েই রাজনীতির পারদ চড়ছে ক্রমশ। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সুকান্ত মজুমদার, সৌমিত্র খাঁ থেকে শুরু করে বিজেপির বঙ্গ নেতৃত্বরা তাবড় তাবড় নেতারা তোপ দাগতে ছাড়েনি দিলীপকে। দলের কর্মীদেরও প্রশ্নের মুখে পড়েছেন বিজেপি নেতা।
এর পরেই দিলীপ বিজেপির রাজনৈতিক সৌজন্যের কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, ‘‘আমি সেই পার্টি করি, যে পার্টির প্রধানমন্ত্রী (অটলবিহারী বাজপেয়ী) কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন। মমতা তখন আমাদের সঙ্গে ছিলেন, আজ শত্রু হয়েছেন বলে মানি না।’’ এর পরে নওয়াজ় শরিফের নাতনির বিয়েতে প্রধানমন্ত্রী মোদীর পাকিস্তান যাওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। দিলীপ এ-ও জানিয়েছেন, সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী কোনও ‘প্রোটোকল’ না মেনেই নওয়াজ়ের নাতনিকে বিয়েতে আশীর্বাদ করে এসেছিলেন। কারণ, এটাই বিজেপি। এর পরেই কটাক্ষের ধার বৃদ্ধি করে দিলীপ বলেন, ‘‘যাঁরা ২০২১ সালে এসেছেন, তাঁরা বিজেপি নিতে পারবেন না।’’
আরও খবরের জন্য এশিয়ানেট নিউজ বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেলে চোখ রাখুন, এখানে ক্লিক করুন।
