Dilip Ghosh : 'ও আমায় খুব ভালোবাসত...দুর্ভাগ্য আমার, পুত্র-শোক হল' ভেঙে পড়লেন দিলীপ

Dilip Ghosh Latest News : রিঙ্কু ঘোষের প্রথম পক্ষের পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের অকালমৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভেঙে পড়া কণ্ঠে তিনি বলেন, ‘আমার দুর্ভাগ্য, পুত্র-সুখ হল না, পুত্র-শোক হল।’

Share this Video

Dilip Ghosh Latest News : রিঙ্কু ঘোষের প্রথম পক্ষের পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের অকালমৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভেঙে পড়া কণ্ঠে তিনি বলেন, ‘আমার দুর্ভাগ্য, পুত্র-সুখ হল না, পুত্র-শোক হল।’ তিনি আরও জানান, ‘ও আমাকে খুব ভালোবাসত। আমি ওকে খেলাও দেখতে নিয়ে গিয়েছিলাম। এমনটা ঘটবে, তা কল্পনাও করতে পারিনি।’ সৃঞ্জয়ের মৃত্যুতে রাজনৈতিক জগতে এবং পরিবার-পরিজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

Related Video