- Home
- West Bengal
- West Bengal News
- বৈশাখে বিয়ের প্ল্যান রয়েছে? ভয়াবহ গরমে কালঘাম ছুটতে পারে, ৪৫ ডিগ্রি চড়বে পারদ, মিলল ভয়ঙ্কর আপডেট
বৈশাখে বিয়ের প্ল্যান রয়েছে? ভয়াবহ গরমে কালঘাম ছুটতে পারে, ৪৫ ডিগ্রি চড়বে পারদ, মিলল ভয়ঙ্কর আপডেট
বৈশাখে বিয়ের প্ল্যান রয়েছে? ভয়াবহ গরমে কালঘাম ছুটতে পারে, ৪৫ ডিগ্রি চড়বে পারদ, মিলল ভয়ঙ্কর আপডেট

১৫ এপ্রিল থেকে টানা ১৫ মে পর্যন্ত চলবে টানা বিয়ের দিন। বৈশাখ পড়তেই বেজে উঠবে বিয়ের সানাই। কিন্তু এই সময় নাভিশ্বাস উঠবে বিয়ে করতে গিয়ে।
আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী জানা গিয়েছে বৈশাখ পড়লেই তাপমাত্রা গিয়ে গাঁড়াবে ৪২ থেকে ৪৫-এর কাছাকাছি।
ভয়ঙ্কর গরমে ঘেমে স্নান করে যাবেন। বেনারসী ভিজে লাট হয়ে যেতে পারে এই বেশাখে। ভয়ঙ্কর গরমে দগ্ধে পুড়তে পারেন আপনি।
বৈশাখে রয়েছে ১৫টি শুভদিন। কিন্তু বিয়ের জন্য যারা রেডি হতে চলেছেন খুব শিঘ্রই তাঁদের জিভ বের হতে চলেছে।
ভয়ঙ্কর গরমে এবার নাভিশ্বাস পড়ার জোগাড়। বৈশাখে দগ্ধে পুড়তে চলেছে সকলে।
তাই বিয়ের বাজার করা সম্পূর্ণ হলেও কপালে ভাঁজ পড়েছে বেশিরভাগ মানুষের। কীভাবে বিয়ে সারবেন এই ছটফটানো গরমে।
আবহাওয়া দফতর বলছে গত বছরের তুলনায় আরও তাপমাত্রা বাড়বে এই বছর। আরও উত্তপ্ত হবে বঙ্গ।
বৈশাখ মাসের শুরুতে মানে এপ্রিলের মাঝামাঝি সময় প্রায় ৪৫ ডিগ্রির কাছে পৌঁছতে পারে তাপমাত্রা। আর তাতেই জ্বলে পুড়তে পারে বঙ্গবাসী।
যাদের এই বৈশাখে বিয়ের পরিকল্পনা রয়েছে তাদের বদলাতে হতে পারে খাবারের তালিকাও। কারণ এই ভয়ঙ্কর গরমে খাবার খেতেও ইচ্ছে করবে না নিমন্ত্রিতদের।