- Home
- West Bengal
- West Bengal News
- Duare Sarkar: দুয়ারে সরকার ক্যাম্প শেষ হতেই কোন তথ্য সামনে এল জানেন? বিরাট আপডেট
Duare Sarkar: দুয়ারে সরকার ক্যাম্প শেষ হতেই কোন তথ্য সামনে এল জানেন? বিরাট আপডেট
দুয়ারে সরকার শেষ হয়েছে শনিবার।

এটি ছিল নবম বারের জন্য দুয়ারে সরকার ক্যাম্প
আর প্রতিটি ক্যাম্পেই উপচে পড়া ভিড় দেখা গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী, এবারের দুয়ারে সরকার শিবিরগুলিতে হাজির হয়েছিলেন প্রায় ১ কোটিরও বেশি মানুষ।
যাদের মধ্যে ৬৩ লক্ষেরও বেশি মানুষ আবেদন জানিয়েছেন
অন্যদিকে, ৩৭ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। রাজ্য সরকারের অন্তর্গত শ্রম দফতরের সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বলে জানা গেছে (Duare Sarkar Camp List 2025)।
এছাড়াও, লক্ষ্মীর ভান্ডারর জন্যও কয়েক লক্ষ আবেদন জমা পড়েছে
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি থেকে শুরু হয়েছিল দুয়ারে সরকার শিবির (Duare Sarkar 2025)।
আর শেষ হয়েছে শনিবার
রাজ্য সরকারের পরিষ্কার নির্দেশ রয়েছে, দ্রুত এই সমস্ত আবেদনের ভিত্তিতে পরিষেবা প্রদান শুরু করতে হবে।
জানা যাচ্ছে, যে সমস্ত আবেদন জমা পড়েছে, সেগুলিকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে যাচাই করতে হবে
আর তারপর পরিষেবা প্রদান শুরু করতে হবে (Duare Sarkar Camp List 2025)।
সরকারি সূত্রে খবর, ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরুও হয়ে গেছে
তথ্য অনুযায়ী, এবারের দুয়ারে সরকারে (Duare Sarkar Update) ৩ লক্ষের বেশি লক্ষ্মীর ভান্ডারের আবেদন জমা পড়েছে।
ইতিমধ্যেই রাজ্যে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন মোট ২ কোটি ২১ লক্ষ মহিলা
তার পাশাপাশি পাহাড়ে এবার অন্যান্য বারের চেয়ে লক্ষ্মীর ভান্ডারের জন্য বেশি আবেদন জমা পড়েছে (Duare Sarkar Camp News)।
যে সংখ্যাটা এবার ১০ হাজার ছাড়িয়ে গেছে
তবে তার পাশাপাশি ১ লক্ষেরও বেশি বার্ধক্য ভাতার জন্য আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।
সরকারি অন্যান্য প্রকল্পের মধ্যে স্বাস্থ্যসাথীতে আবেদন জমা পড়েছে প্রায় ২ লক্ষেরও বেশি
এছাড়াও অসংগঠিত শ্রমিকদের জন্য রাজ্যের পক্ষ থেকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পেও কয়েক লক্ষ আবেদন জমা পড়েছে বলে খবর।
এবার মোট ৩৭টি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছেন রাজ্যের মানুষ
গড়ে প্রতি সেকেন্ডে দুয়ারে সরকার শিবিরে নাম লিখিয়েছেন ১১ জন মানুষ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।