WB Weather Update: নিম্নচাপের প্রভাবে ফের বঙ্গে ধেয়ে আসছে অতিভারী বৃষ্টি। কবে থেকে নামবে বৃষ্টি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
WB Weather Update: আবার সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির দাপট চলবে বলেই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে মৌসুমি অক্ষরেখা (Monsoon Trough) বিকানের, সিকার, মধ্যপ্রদেশের উত্তর-পশ্চিমাংশ ও উত্তরপ্রদেশের দক্ষিণ-পশ্চিমাংশের উপর ঘনীভূত নিম্নচাপের কেন্দ্র, সিধি, ডালটনগঞ্জ, পুরুলিয়া, কন্টাই হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত।
উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা:-
উত্তরবঙ্গের জেলাগুলিতে ১৮ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত মৌসুমি বায়ুর প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি তো চলবেই, পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত-এর সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকা ও নদী সংলগ্ন অঞ্চলে জলস্তর বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
দক্ষিণবঙ্গেও আসছে নিম্নচাপের বৃষ্টি:-
আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরের ওপর একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তার প্রভাবে ২৩ জুলাই থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে, এবং একাধিক জেলায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গে নদী তীরবর্তী অঞ্চলগুলিতে জলস্ফীতির সম্ভাবনা। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কৃষকদের ক্ষেত ও ফসল সুরক্ষার ব্যবস্থা নিতে বলা হয়েছে। জল জমার প্রবণ এলাকা ও নিম্নভূমিতে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিসের পরবর্তী বুলেটিন অনুযায়ী, বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। রাজ্যবাসীকে আবহাওয়ার আপডেট চোখে রাখার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। কর্নাটক ও পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরের উপর ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। রয়েছে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখাও।
উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
রবিবার পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরো কমবে। বুধবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে দু এক জেলার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


