
Durga Puja : কালিকা পুরাণ মতে পুজিত হন জলপাইগুড়ির রাজবাড়ির দুর্গা, দেখুন
Durga Puja 2025 : দেবী এখানে তৃপ্ত কাঞ্চনবর্ণা রূপে, সোনা গলানো গায়ের আভা ও অলঙ্কারে সজ্জিত অবস্থায় পুজিত হন কালীকা পুরাণ মতে। ষষ্ঠীতেই দেবীর বোধন ও অধিবাস সম্পন্ন হয়েছে। সপ্তমীতে বরণ ও নবপত্রিকা স্থাপনের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা শুরু হয়।
Durga Puja 2025 : জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুন্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো এবছর পা দিল ৫১৬ বছরে। সপ্তমীর সকাল থেকেই রাজ পরিবারের সদস্যরা দেবী দুর্গার আরাধনায় বসেছেন। দেবী এখানে তৃপ্ত কাঞ্চনবর্ণা রূপে, সোনা গলানো গায়ের আভা ও অলঙ্কারে সজ্জিত অবস্থায় পুজিত হন কালীকা পুরাণ মতে। ষষ্ঠীতেই দেবীর বোধন ও অধিবাস সম্পন্ন হয়েছে। সপ্তমীতে বরণ ও নবপত্রিকা স্থাপনের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা শুরু হয়। প্রতিদিনের মতো ভোগও নিবেদন করা হচ্ছে দেবীর উদ্দেশ্যে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য অসম থেকেও বহু মানুষ এই পুজো দেখতে আসেন। তবে সপ্তমীর রাতে বিশেষ অর্ধরাত্রির পুজো রাজবাড়ির দীর্ঘদিনের রীতি অনুযায়ী কেবলমাত্র রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতেই সম্পন্ন হয়, সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সেখানে নিষিদ্ধ।