Durga Puja 2025: ৩৬০ বছরের পুরনো প্রথা আজও অটুট! নীলকণ্ঠ উড়িয়ে প্রতিমা বিসর্জন বারুইপুরে

বারুইপুরের সাউথ গড়িয়ার জমিদারবাড়ির দুর্গাপুজোর বিসর্জন প্রথা ৩৬০ বছরেরও বেশি পুরনো। নীলকণ্ঠ পাখি উড়িয়ে আর আকাশে জোড়া গুলি ছুঁড়ে বিসর্জন শুরু হয়। জমিদারবাড়ির প্রতিমার সঙ্গে প্রজাদের প্রতিমাও একসঙ্গে বিসর্জন দেওয়া হয়।

Share this Video

বারুইপুরের সাউথ গড়িয়ার জমিদারবাড়ির দুর্গাপুজোর বিসর্জন প্রথা ৩৬০ বছরেরও বেশি পুরনো। নীলকণ্ঠ পাখি উড়িয়ে আর আকাশে জোড়া গুলি ছুঁড়ে বিসর্জন শুরু হয়। জমিদারবাড়ির প্রতিমার সঙ্গে প্রজাদের প্রতিমাও একসঙ্গে বিসর্জন দেওয়া হয়। এই রীতি শেষ না হওয়া পর্যন্ত অন্য প্রতিমাগুলির বিসর্জন হয় না। আজও এই ঐতিহ্য ও রীতি অটুট রয়েছে বারুইপুরের জমিদারবাড়িতে।

Related Video