সংক্ষিপ্ত
পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের 'ঘনিষ্ঠ' বলে পরিচিত ব্যবসায়ী বাকিবুর রহমানের বিরুদ্ধে বিরাট বড় রেশন দুর্নীতির অভিযোগ। একটানা ৫৩ ঘণ্টা ধরে ম্যারাথন জেরা করার পর গ্রেফতার করল ইডি।
আবাসনে একটানা প্রায় ৩ দিন ধরে তল্লাশি অভিযান। পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের 'ঘনিষ্ঠ' বলে পরিচিত ব্যবসায়ী বাকিবুর রহমানের বিরুদ্ধে বিরাট বড় রেশন দুর্নীতির অভিযোগ। পুরনিয়োগ মামলার তদন্তের সূত্র ধরে এগিয়ে নদিয়ার বেশ কয়েকটি চালকলে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখান থেকেই বাকিবুর রহমানের চালকলের হদিশ মেলে। কয়েকটি আটাকলেরও সন্ধান পাওয়া যায়। এরপরই বাকিবুরের বাগুইআটির কৈখালির আবাসনে হানা দেয় ইডি।
প্রায় ৫৪ ঘণ্টা ধরে এক টানা তল্লাশির পর বাড়ির মালিক ব্যবসায়ী বাকিবুর রহমানকে শুক্রবার সকালে আটক করে ইডি (Enforcement Directorate)। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরও জিজ্ঞাসাবাদের তাঁকে জন্য নিয়ে যাওয়া হয়েছে ইডি দফতর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে।
২০২১ সালে করোনা পরবর্তী সময়ে অভিযোগ উঠেছিল যে, নদিয়া জেলার বেশ কিছু জায়গায় রেশনে খুব খারাপ মানের চাল, খাদ্য-সামগ্রী সরবরাহ করা হচ্ছে। এই কাণ্ডের তদন্তভার গিয়েছে ইডি-র হাতে। এরপরই বাকিবুরের অফিস, চালকল-সহ বিভিন্ন জায়গায় হানা দেওয়া হয়। ইডি সূত্রে জানা গেছে, বাকিবুর রহমানের হাত ধরে ‘রেশন দুর্নীতির’ বিপুল অঙ্কের কালো টাকা সাদা হয়েছে। যদিও সাংবাদিকদের কাছে বাকিবুর জানিয়েছেন যে, তিনি একেবারেই নির্দোষ।
সূত্রের দাবি, বাকিবুরের সঙ্গে এক প্রভাবশালী নেতার যোগ রয়েছে। যদিও, তিনি খাদ্যমন্ত্রী রথীন ঘোষের 'ঘনিষ্ঠ' বলে পরিচিত হলেও ইডি-র দাবি অনুযায়ী সেই ‘প্রভাবশালী নেতা’ রথীন ঘোষই কিনা, তা এখনও স্পষ্ট নয়। বাকিবুর নিজে অবশ্য জানিয়েছেন যে, তিনি শুধুমাত্রই একজন সাধারণ ব্যবসায়ী।