সংক্ষিপ্ত
সুজয়কৃষ্ণ ভদ্রর বেহালার বাড়ি, ফ্ল্যাট ও অফিসে ম্যারাথন তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। ইডি সূত্রে দাবি তিনটি কোম্পানির সঙ্গে যোগ রয়েছে সুজয়কৃষ্ণর।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে নতুন মোর। এবার ইডির আতস কাঁচের তলায় কালীঘাটের কাকু। মঙ্গলবারই কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে তলব করল ইডি। তাঁর বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকার উৎস আসলে কী সেবিষয় চলতে পারে জিজ্ঞাসাবাদ। উল্লেখ্য সুজয়কৃষ্ণ ভদ্রর বেহালার বাড়ি, ফ্ল্যাট ও অফিসে ম্যারাথন তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। ইডি সূত্রে দাবি তিনটি কোম্পানির সঙ্গে যোগ রয়েছে সুজয়কৃষ্ণর। এই প্রসঙ্গে গত এক সপ্তাহ ধরে চলছে জিজ্ঞাসাবাদ।
প্রসঙ্গত, কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করল আদালত। শুধু তাই নয় কুন্তল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২৫ লক্ষ টাকার জরিমানারও নির্দেশ দিয়েছিল আদালত। সেই আদেশে আপাতত স্থগিতাদেশ দেওয়া হলেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় পুর্নবিবেচনার অভিষেকের আর্জি খারিজ করল শীর্ষ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয় তদন্ত যেমন চলছে তেমনই চলবে।