সংক্ষিপ্ত

ইডির সঙ্গে দিল্লির পথে উড়ে গেলেন অনুব্রত মণ্ডল। তাঁকে পেশ করা হবে দিল্লির আদালতে। রাখা হতে পারে তিহার জেলে।

 

 

সব জল্পনার অবসান। মঙ্গলাবার ভর সন্ধ্যাবেলা গরু পাচারকাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ৪৫ আসনের বিমানটি কলকাতা বিমান বন্দর থেকে ছাড়ে সন্ধ্যে ৬টা ৫৭ মিনিটে। তার কিছুক্ষণের মধ্যেই অনুব্রতর মণ্ডলের বিমান কলকাতার আকাশসীমা ছেড়ে চলে যায় দিল্লিতে।

এদিন খুব ভোরবেলা অর্থাৎ ৬টা নাগাদ অনুব্রত মণ্ডলরে রাজ্য পুলিশের নিরাপত্তার ঘেরাটোপে বার করা হয় আসানসোল সংশোধনাগার থেকে। তারপর সেখান থেকে নিয়ে আসা হয় জোকাই ইএসআই হাসপাতালে। সেখানে স্বস্থ্য পরীক্ষার পরেই অনুব্রতকে তুলে দেওয়া হয় ই়ডির হাতে। তারপরই ইডি অনুব্রতকে নিয়ে রওনা দেয় কলাকাতা বিমান বন্দরের উদ্দেশ্যে।

সূত্রের খবর কলকাতা বিমান বন্দরে আসার পরই স্বাস্থ্যের অবনতি হয় অনুব্রত।। সেখানে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। সেখানে তাঁকে ইনহেলার নিয়ে হয়। যদিও কয়েক দিন আগেই আদালতে বিচারকের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন তাঁর স্বাস্থ্য ভাল নেই। তাঁর ফিসচুলা ফেটে গিয়েছিল। রক্তও বার হচ্ছে। তারপরই আসানসোলের সিবিআই আদালত অনুব্রতকে জেলা হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছিল। পরের দিন অবস্য জেলা হাসপাতাল জানিয়ে দিয়েছিল অনুব্রতর শারীরিক অবস্থা স্থিতিশীল।

যাইহোক এদিন দীর্ঘ যাত্রার ধকল আর মানসিক চাপের কারণেই বিমানবন্দরে তাঁর শারীরিক অবস্থার সাময়িক অবনতি হয় বলেও মনে করছে বিশেষজ্ঞরা। কারণ দিল্লি যেতে নারাজ ছিলেন অনুব্রত। আর সেই কারণে ইডি যখন কয়েক মাস ধরেই তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন তাঁর আইনজীবীরা একের পর এক মামলা দায়ের করে যাচ্ছিল। কিন্তু দিল্লির রাউস অ্যাবেনিউ কোর্টের পর কলকাতা হাইকোর্টও তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র দেয়।

সূত্রের খবর অমুব্রতকে রাখা হতে পারে তিহার জেলে। সূত্রের খবর আজই দিল্লির আদালতে পেশ করা হতে পারে অনুব্রতকে। যদিও তা সম্ভব নাও হয় তাহলে অনুব্রতকে কাল সকালেই পেশ করা হবে আদালতে।

জেল কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতেই আসানসোল সিবিআই আদালতের বিচারক স্পষ্ট করে জানিয়ে দেন, আসানসোল জেল কর্তৃপক্ষই অনুব্রতকে কলকাতা নিয়ে যাবে। সেই সময় তাঁকে নিরাপত্তা দেবে আসানসোল পুলিশ। কলকাতায় কেন্দ্রীয় হাসপাতালে মেডিক্যাল টেস্ট হবে। হাসপাতার ফিট সার্টিফিকেট দেওয়ার পরেই জেল কর্তৃপক্ষ অনুব্রতকে ইডির হাতে তুলে দেবে। তারপর অনুব্রত নিরাপত্তার দায়িত্ব ইডির। তবে জেল কর্তৃপক্ষ ফোন বা ইমেলের মাধ্যমে অনুব্রতর সব তথ্য আসানসোল পুলিশ ও ইডি আধিকারিক পঙ্কড কুমারকে জানাবে। একই সঙ্গে দ্রুত এই নির্দেশ কার্যকর করারও নির্দেশ দিয়েছেন বিচারক। আসানসোল আদলতের বিচারকের নির্দেশ মতই অনুব্রতকে এদিন দিল্লি নিয়ে যাওয়া হয়। তবে অনুব্রতর দিল্লি যাত্রায় রীতিমত হতাশ তাঁর মেয়ে সুকন্যা। বীরভূমের বাড়িতে একাই রয়েছেন। সঙ্গে অবশ্য হাতে গোনা নিরাপত্তারক্ষী আর পরিচারিকা থাকেন তাঁর সঙ্গে।

আরও পড়ুনঃ

H3N2 FLU: ঘরে ঘরে জ্বর আর অবিরাম কাশি, জানুন কী কী করবেন আর করবেন না

Bangladesh: ঢাকার গুলিস্তানে ভয়ঙ্কর বিস্ফোরণ, দ্রুত বাড়ছে মৃতের সংখ্যা

দোলের দিন শহরে পাঁচতারা হোটেলে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে দমকলের ২টি ইঞ্জিন