৫ টাকায় ডিম ভাত এবার বারুইপুর মহকুমা হাসপাতালে। রাত্রি নিবাসের একতলায় চালু হল মা ক্যান্টিন। রবিবার এর সূচনা করেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে রাজ্যের একাধিক জায়গায় চালু হয়েছে মা ক্যান্টিন। সেখানে মাত্র পাঁচ টাকায় দেওয়া হয় ডিম ভাত-সহ তরকারি। দুপুর বেলা পেটভরা খবার। এবার সেই প্রকল্পটি চালু হল বারুইপুর মহকুমা হাসপাতালে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় রবিবার বারুইপুর মহকুমা হাসপাতালে মা ক্যান্টিনের উদ্বোধন করেন। সেখানে হাসপাতালে আসা রোগীর পরিবারের জন্য সস্তায় খাবার বিলি করা হবে।

৫ টাকায় ডিম ভাত এবার বারুইপুর মহকুমা হাসপাতালে। রাত্রি নিবাসের একতলায় চালু হল মা ক্যান্টিন। রবিবার এর সূচনা করেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। ছিলেন পুরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান গৌতম দাস, জেলা পরিষদের মৎস কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, সুপার ধীরাজ রায় সহ অন্যরা।

এদিন ৫ টাকায় ডিম ভাতের পাশাপাশি ডাল, ফুলকপির তরকারিও মিললো পরিষেবায়। প্রথম দিনেই প্রায় ২০০ জন রোগীর পরিবার ক্যান্টিন এ খাবার খেল। আপাতত ভাবে এই ক্যান্টিন চালু হলেও পরবর্তী কালে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ৪৫ লক্ষ টাকায় নতুন ভবন নির্মিত হবে মা ক্যান্টিন এর জন্য। এতে উপকৃত হবেন সুদূর কুলতলি, জয়নগর, মৈপীঠ থেকে শুরু করে বারুইপুর, সোনারপুর, মগরাহাট এর রোগীরা ও তাঁদের পরিবারের লোকজন।

তবে এই প্রকল্প চালু হওয়া উপকৃত হবে হাসপাতালে আসা রোগীর পরিবারের সদস্যরা। এই হাসপাতালে বহু দূর থেকেই আসেন মানুষজন। বিশেষ করে দুঃস্থ ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষের ভরসাস্থল সরকারি হাসপাতাল। সেখানে আসা রোগীর পরিবার তাই মা ক্যান্টিনকে স্বাগত জানিয়েছেন।