'মিব়্যাকল! পিয়ালির মনের জোর, লড়াইকে কুর্ণিশ' বিশিষ্ট পর্বতারোহীদের সাহায্যের আর্জি

পর্বতারোহী শ্যামল সরকার বলেছেন, ‘পিয়ালি বাড়ি ফিরে আসায় ভালো লাগছে। পিয়ালি যেভাবে পাহাড়ে সমস্যায় পড়েছিল, আমিও সেভাবেই একবার পাহাড়ে আটকে পড়েছিলাম। পাহাড়ে আটকে পড়লে যখন সঙ্গীরা চোখের আড়ালে চলে যায়, তখন একাকীত্ব গ্রাস করে।’

Share this Video

পর্বতারোহী শ্যামল সরকার বলেছেন, 'পিয়ালি বাড়ি ফিরে আসায় ভালো লাগছে। পিয়ালি যেভাবে পাহাড়ে সমস্যায় পড়েছিল, আমিও সেভাবেই একবার পাহাড়ে আটকে পড়েছিলাম। পাহাড়ে আটকে পড়লে যখন সঙ্গীরা চোখের আড়ালে চলে যায়, তখন একাকীত্ব গ্রাস করে। সেই সময় প্রচণ্ড মনের জোর লাগে। আমি তো ৭-৮ ঘণ্টা একা ছিলাম। পিয়ালি ২২ ঘণ্টা একা পাহাড়ে ছিল। ওর মনের জোর, লড়াইকে কুর্ণিশ জানাই। ও বাংলার একমাত্র পর্বতারোহী যে মানুষের সাহায্য নিয়ে ৮,০০০ মিটারের বেশি উচ্চতার ৬টি শৃঙ্গ জয় করেছে। মানুষ পিয়ালিকে সাহায্য করছে। এবার যদি সরকার সাহায্য করে তাহলে ভালো হয়।' পর্বতারোহী অপূর্ব চক্রবর্তী বলেছেন, 'পিয়ালি যা করেছে সেটা এককথায় মির‍্যাকল। ওই উচ্চতায় সারারাত থেকেছে শুনলে অনেকে হয়তো বলবে মিথ্যে বলছে। কিন্তু পিয়ালি সেটা করে দেখিয়েছে। মনের জোরই আসল।'

Related Video