দিঘার জগন্নাথদেবের মাসির বাড়ি কোথায় জানেন? আজ দুপুরে এখানেই যাবে রথ
প্রাচীন প্রথা অনুযায়ী রথযাত্রায় জগন্নাথ, সুভদ্রা আর বলরাম রথে চড়ে তাদের মাসির বাড়ি যান।দিঘার জগন্নাথ রথে চড়ে কোথায় যাবেন? তাই নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও রাজ্য সরকার পরিকল্পনা করেছে।

দিঘার রথযাত্রা
দিঘার রথযাত্রার প্রস্তুতিত তুঙ্গে। বুধবার থেকেই সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে হাতে গোটা প্রস্তুতি খতিয়ে দেখছেন।
দিঘার জগন্নাথ মন্দির
দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার পর এটাই প্রথম রথযাত্রা।
ভক্তদের মধ্যে উন্মাদনা
আর সেই কারণেই ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে রয়েছে। প্রচুর ভক্ত সমাগম হবে বলেও আশা করেছেন স্থানীয়রা।
রথযাত্রা
প্রাচীন প্রথা অনুযায়ী রথযাত্রায় জগন্নাথ, সুভদ্রা আর বলরাম রথে চড়ে তাদের মাসির বাড়ি যান।
পুরীর রথ
রথযাত্রায় পুরীর সবথেকে এগিয়ে। সেখানে জগন্নাথ, সুভদ্রা আর বলরাম রথে চড়ে মাসির বাড়ি হিসেবে খ্যাত গুন্ডীচায় যান। সেখানেই থাকেন সপ্তাহ ভর।
দিঘার জগন্নাথ কোথায় যাবেন
দিঘার জগন্নাথ রথে চড়ে কোথায় যাবেন? তাই নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও রাজ্য সরকার পরিকল্পনা করেছে। দিঘার পুরনো জগন্নাথ মন্দিরই হবে নতুন জগন্নাথের মাসির বাড়ি।
মন্দির সংস্করণ
দিঘার পুরনো জগন্নাথ মন্দির সংস্কারের জন্য রাজ্য সরকার ৭৫ লক্ষ টাকা বরাদ্দ করেছিল। ঢেলে সাজানো হয়েছে এই মন্দির।
মমতার ঘোষণা
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা দিঘার রথযাত্রার সময়সূচি ঘোষণা করেছেন। মমতা জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টা থেকে দিঘার জগন্নাথ মন্দিরে শুরু হবে রথযাত্রার বিশেষ পুজো।
মাসির বাড়ি রথ
দুপুর ২টো থেকে ২টো ৩০এর মধ্যে হবে আরতি। দুপুর আড়াইটের পরই রথের দড়িতে টান পড়বে। দিঘায় জগন্নাথ মন্দিরের রথ যাবে পুরনো জগন্নাথ মন্দিরের মাসির বাড়িতে।
মন্দিরে থাকবে মূর্তি
ভক্তরা মন্দিরে গেলেও জগন্নাথদেবের দর্শন করতে পারবেন। কারণ মন্দিরে থাকবে পাথরের মূল মূর্তি। আর রথে থাকবে নিমকাঠের বিশেষ মূর্তি।

