- Home
- West Bengal
- West Bengal News
- এবার থেকে সিসি ক্যামেরায় হবে নজরদারি, আরজি কর থেকে বাঙুর- সমস্ত সরকারি হাসপাতালে বসছে ক্যামেরা
এবার থেকে সিসি ক্যামেরায় হবে নজরদারি, আরজি কর থেকে বাঙুর- সমস্ত সরকারি হাসপাতালে বসছে ক্যামেরা
- FB
- TW
- Linkdin
হাসপাতালে সুরক্ষার বিষয় রাজ্য প্রশাসন কী ভাবছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টও। এরপরই সতর্ক হল রাজ্য।
এবার চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার খাতিরে বসছে ক্যামেরা।
সূত্রের খবর, আরজি করের সব কয়টি ভবনের প্রতিটি তলাকেই সিসি ক্যামেরার নজরদারির আওতায় আনা হবে। প্রাথমিক ভাবে হাসপাতালে ৫০০টির বেশি ক্যামেরা বসানো হবে।
ইতিমধ্যে ১০০টি ক্যামেরা বসানো হয়ে গিয়েছে। বসানো হবে বাকিগুলোও।
পুলিশকর্তা জানান, আরজি কর বর্তমানে ১৯০টি সিসি ক্যামেরা আছে। তবে, সুরক্ষার কথা মাথায় রেখে স্বাস্থ্য দফতরের তরফে বাকি জায়গায় সিসি ক্যামেরা বসানো হবে।
প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, ওই হাসপাতালে সব কয়টি ভবনের প্রতিটি তলায় ক্যামেরা বসবে। সে কারণে ৪০০ টি ক্যামেরা বসানো হবে।
ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে নজরদারির দায়িত্বে আছে ৩০০টি ক্যামেরা। সেখানে আরও ৮০০ টি সিসি ক্যামেরা বসানো হবে।
এসএসকেএম হাসপাতালে প্রায় ১২০০টি সিসি ক্যামারা আছে। সেখাবে আরও ত্যামেরা বসানো হবে।
তেমনই এমআর বাঙুর হাসপাতাল, বিসি রায় শিশু হাসপাতাল-সহ শহরের বহু চত্বরেই সুরক্ষার স্বার্থে সিসি ক্যামেরার সংখ্যা বাড়বে।