Ranaghat : বাউল মেলার আড়ালে জুয়ার আসর, নীরব পুলিশ! বীরনগর লালন মেলায় চাঞ্চল্য

Taherpur, Ranaghat : তাহেরপুর থানার বীরনগর লালন মেলায় বাউল গানের উৎসবের আড়ালে চলছে প্রকাশ্যে জুয়ার আসর। দোকানিদের মতোই জুয়ারিরাও সাজিয়ে বসেছেন তাঁদের পসরা, আর পুলিশ নির্বিকার।

Share this Video

Taherpur, Ranaghat : তাহেরপুর থানার বীরনগর লালন মেলায় বাউল গানের উৎসবের আড়ালে চলছে প্রকাশ্যে জুয়ার আসর(Gambling party)। দোকানিদের মতোই জুয়ারিরাও সাজিয়ে বসেছেন তাঁদের পসরা, আর পুলিশ নির্বিকার। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে রানাঘাট জেলা পুলিশ বেআইনি জুয়া বন্ধে অভিযানে নামলেও তাতে কোনো প্রভাব পড়েনি। সাধারণ মানুষ পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হলেও দুষ্কৃতীদের ভয়ে মুখ খুলতে পারছেন না। এই পরিস্থিতি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে।

Related Video