সংক্ষিপ্ত
সরকারি কর্মচারিদের জন্য খুশির খবর! ফের বাড়ছে বেতন, কোন মাস থেকে পাবেন বর্ধিত টাকা? জেনে নিন
খুব শিঘ্রই বেতন বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের। দুর্দান্ত উপহার ঘোষণা করেছে রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের বেতন বাড়ার সম্ভাবনার কথা আগেই আন্দাজ করা যাচ্ছিল এই বিষয়ে সম্মতি প্রদান করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এই সিদ্ধান্তের ফলে লাভবান হতে চলেছেন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানো হবে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেটে কর্মীদের ডিয়ে বাড়ানোর কথা ঘোষণাও করেছিলেন।
১ জুন বেতনে এই ডিয়ে কার্যকর হতে পারে বলে জানা গিয়েছে। রাজ্য-কেন্দ্র ডিয়ের ব্যবধান কমে দাঁড়িয়েছে ৩২ শতাংশ। ২০ জুন এর এক বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের অতিরিক্ত ৪ শতাংশ ডি-এ দেওয়া হচ্ছে বলে আশা করা যায়।
অন্যদিকে ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশে এসে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতা। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে মহার্ঘ ভাতার ৪ শতাংশ বাড়ার অনুমোদন দিয়েছে।