- Home
- West Bengal
- West Bengal News
- বছর শেষ মমতা সরকারের নয়া চমক, মাসে মিলবে ২৫০০ করে, ভাতা বৃদ্ধির ইঙ্গিত সরকারের পক্ষ থেকে
বছর শেষ মমতা সরকারের নয়া চমক, মাসে মিলবে ২৫০০ করে, ভাতা বৃদ্ধির ইঙ্গিত সরকারের পক্ষ থেকে
তৃণমূল নেত্রী সায়নী ঘোষ লক্ষ্মীর ভাণ্ডার ভাতা প্রায় আড়াই গুণ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন, যা বেড়ে ২০০০ থেকে ২৫০০ টাকা হতে পারে। বর্তমানে সাধারণ মহিলারা ১০০০ টাকা ও তপশিলি মহিলারা ১২০০ টাকা পান। তবে, এখনও কোনও সরকারি ঘোষণা করা হয়নি, ইঙ্গিত মিলেছে।

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা ও প্রকল্প চালু করেছে বাংলায়। যার দ্বারা প্রতি মাসে মিলছে আর্থিক সাহায্য। তেমনই কখনও কখনও মেলে এককালীন টাকা। আজ রইল বিশেষ খবর। এবার বছর শেষে চমক দিল মমতা সরকার। ইঙ্গিত দিল ভাতা বৃদ্ধির।
সদ্য তৃণমূল নেত্রী সায়নী ঘোষ বলেন প্রায় আড়াই গুণ বেড়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। তিনি জানিয়েছেন, ‘শুরুতে এই প্রকল্পে ৫০০ করে দেওয়া হলেও টাকার পরিমাণ বর্তমানে বেশ বাড়ানো হয়েছে। পরবর্তীকালে এই টাকা ২০০০ থেকে ২৫০০ টাকা হবে বলে মনে করা হচ্ছে।’ এ রাজ্যে চালু থাকা বিভিন্ন ভাতা বা প্রকল্পের মধ্যে বেশি জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার।
এই রাজ্যে চালু থাকা বিভিন্ন ভাতার তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী থেকে শুরু করে আছে বিভিন্ন মানবিক প্রকল্প। এই সকল প্রকল্প বা ভাতা দ্বারা মাসে মাসে মেলে ১০০০ থেকে ১৫০০ টাকা। যা সরাসরি মেলে ব্য়াঙ্ক অ্যাকাউন্টে। এই সকল ভাতার মধ্যে খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার।
বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে সাধারণ জাতির মহিলারা পান ১০০০ টাকা, তপশিলি জাতির মহিলারা পান ১২০০ টাকা। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল এই ভাতা। শোনা যাচ্ছিল দ্বিগুণ হবে ভাতা। সাধারণ জাতির মহিলারা পাবেন ১৫০০ টাকা, তপশিলি জাতির মহিলারা পাবেন ১৮০০। তবে এবার এল নয়া খবর। সায়নী ঘোষ বলেন প্রায় আড়াই হাজার বাড়বে ভাতা।
তবে, আপাতত কোনও ঘোষণা হয়নি সরকারের পক্ষ থেকে। শোনা যাচ্ছে বাড়বে ভাতা। তবে আপাতত ঠিক কবে থেকে কত টাকা বাড়বে তা এখনও জানা যায়নি। কিন্তু, ভাতা বৃদ্ধির ইঙ্গিত মিলেছে সদ্য।

