SIR প্রক্রিয়ার বিতর্কের মাঝেই নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসারদের (বিএলও) জন্য বড় ঘোষণা করেছে। এবার থেকে বিএলও-রা দ্বিগুণ অর্থাৎ ১২ হাজার টাকা এবং সুপারভাইজাররা ১৮ হাজার টাকা করে পাবেন। 

বেশ কিছুদিন ধরে খবরে শুধুই SIR। এই SIR-র ফর্ম বিলি থেকে বিএলও-দের অভিযোগ সবই বারে বারে উঠে এসেছে খবরে। SIR -র কাজের চাপে কেউ অসুস্থ হয়ে পড়েছেন তো কোনও বিএলও-র মৃত্যু পর্যন্ত হয়েছে। পশ্চিমবঙ্গে রাস্তায় নেমেছেন বিএলও-রা। এবার এই বিএলও-দের জন্য বিরাট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাড়ল তাদের টাকা। এবার প্রতি নির্বাচন সাইকেলে দ্বিগুণ টাকা পাবেন বুথ লেভেল অফিসাররা। ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআর। তার মাঝেই বিএলও-দের জন্য বড় ঘোষণা করল নির্বাচন কমিশন।

এবার থেকে ৬ টাকা নয়, বুথ লেভেল অফিসাররা এবার থেকে ১২ হাজার টাকা করে পালেন। শুধু বিএলও-রাই-নন, বিলএও সুপারভাইজররাও এবার থেকে ১২ হাজার টাকার বদলে ১৮ হাজার টাকা করে পাবেন। প্রকাশ্যে এল এমনই তথ্য। এবার থেকে মিলবে বাড়তি টাকা। 

Scroll to load tweet…

এদিকে আজ রবিবার থেকেই মাঠে নেমে পড়ছেন রাজ্যে নিযুক্ত ১২ জন পর্যবেক্ষক। শনিবার রাজ্যে নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ও ১২ জন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর।

এই টিমের মূল কাজ হল সংশ্লিষ্ট জেলায় SIR প্রক্রিয়ার অগ্রগতি কতদূর তা খতিয়ে দেখা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা এবং জনসংযোগে সামিল হওয়া। পরে সংশ্লিষ্ট জেলার দৈনন্দিন রিপোর্ট রাজ্যের সিইও ও দিল্লিতে নির্বাচন কমিশনে পাঠাবেন তাঁরা। অন্য দিকে, জেলার বিভিন্ন বিডিও এবং ডিএম অফিসের তরফে সাধারণ মানুষের সঙ্গে পর্যবেক্ষকদের জনসযোগের জন্য প্রচার করা হবে। সাধারণ মানুষ চাইলে পর্যবেক্ষকদেরও তাঁদে সমস্যার কথা জানাতে হবে। আজ রবিবার ফলতা যাবে এই পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তার সঙ্গে থাকবে আইএএস সি মুরুগানও। প্রথমে তারা এসআইআর নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন। তারপর রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।