- Home
- West Bengal
- West Bengal News
- সাগরের জলে বাড়ছে নির্বাচনী উত্তাপ, গঙ্গাসাগরে স্নানে এসে শাসক শিবিরকে আক্রমণ সুকান্ত মজুমদারের
সাগরের জলে বাড়ছে নির্বাচনী উত্তাপ, গঙ্গাসাগরে স্নানে এসে শাসক শিবিরকে আক্রমণ সুকান্ত মজুমদারের
Sukanta Majumdar On Ganga Sagar Mela: গঙ্গাসাগর মেলায় এসে কেন এই মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা হচ্ছে না সেই বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে দেখুন আরও।

সাগরের জলেও এবার বাড়ছে নির্বাচনী উত্তাপ
আজ সংক্রান্তিতে গঙ্গাসাগরে পূণ্যস্নানে ঢল নেমেছে পূণ্যার্থীদের। রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূণ্য স্নান করতে গঙ্গাসাগরে এসেছেন লাখ-লাখ মানুষ। কপিলমুনির মন্দিরেও পূণ্যার্থীদের ভিড়। গঙ্গাসাগরে স্নান করতে এসে রাজ্যের শাসক দলকে একহাত নিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সাগরের জলেও এবার বাড়ছে নির্বাচনী উত্তাপ। মকর সংক্রান্তি উপলক্ষে মঙ্গলবার গঙ্গাসাগরে এসে পূণ্যস্নান সারলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী সুকান্ত মজুমদার। গঙ্গাসাগরে এসেই রাজনৈতিক উত্তাপ অনেকটাই বাড়িয়ে দিলেন তিনি।
তৃণমূল কংগ্রেসকে কড়া আক্রমণ সুকান্ত মজুমদারের
রাজ্যের শাসক দল তৃণমূল সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের সমালোচনা করতে ছাড়লেন না তিনি। বাংলায় অন্ধকার নেমে এসেছে। সংক্রান্তিতে পূর্ণ স্নানের মধ্য দিয়েই রাতের অন্ধকার ছোট হবে দিন বড় হবে। এই সরকারের বিদায়ের সঙ্গে সঙ্গেই রাজ্যে আবার নতুন আলো ফুটবে বলে মন্তব্য করেন তিনি।
কেন গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি নয়?
গত কয়েক বছর ধরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ শাসক দল অভিযোগ করে আসছে কেন্দ্রের কাছে বারবার দাবি জানানো সত্বেও গঙ্গাসাগর মেলাতে জাতীয় মেলার স্বীকৃতি দিচ্ছে না কেন্দ্র। এদিন সেই প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। সুকান্ত মজুমদার বলেন, ‘’সর্বত্র দু'জনের মুখ দেখা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জাতীয় মেলার স্বীকৃতি পেতে গেলে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে। সেটা না করে শুধু চিৎকার করে গেলে হবে না।''
সুকান্ত মজুমদারের হুঁশিয়ারি
গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবিতে ভরে গেল বিজেপিকে পণ্যার্থীদের স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে গেট তৈরি করার অনুমতি দেয়নি পুলিশ বলে অভিযোগ করেন সুকান্ত মজুমদার। সেই নিয়েও রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের সমালোচনা করেন তিনি। প্রয়োজনে আগামী বছর আদালতের দ্বারস্থ হয়ে আদালতের অনুমতি নিয়েই গঙ্গাসাগরে বিজেপির পক্ষ থেকে পূণ্যার্থীদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে গেট তৈরি করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদারের দাবি কী?
রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবারের গঙ্গাসাগর মেলায় ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি দুপুর তিনটে পর্যন্ত ৪৫ লাখ পূণ্যার্থী সাগরে পুণ্য স্নানে এসেছেন। এদিন সেই নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। সুকান্ত মজুমদারের দাবি, এখনও পর্যন্ত ৩৫ হাজার মানুষ টিকিট কেটে এখানে এসেছেন। তাহলে কিসের ভিত্তিতে বলা হচ্ছে ৪৫ লক্ষ মানুষের কথা? বাকি সাড়ে চুয়াল্লিশ লক্ষ মানুষ কি উড়ে উড়ে এসেছে?

