সংক্ষিপ্ত

কাটমানি ছাড়া মিলবে না কন্যাশ্রী! ফর্ম-এ বিবাহিত দেখিয়ে ছাত্রীর আবেদন বাতিল করল সরকারি কর্মী

মেলেনি কাটমানি!তাই বাতিল করে দেওয়া হল কন্যাশ্রীর-র ফর্ম। ফর্ম বাতিল করতে একাদশ শ্রেনির ওই ছাত্রীকে বিবাহিত দেখালেন এক সহকর্মী। এমনই ভয়ঙ্কর অভিযোগ উঠে এসেছে মালদায়। অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই বিডিওর কাছে লিখিত আবেদন করেছেন ওই ছাত্রী। ঘটনা জানাজানি হতে সরহ হয়েছেন বিডিও।

একাদশ শ্রেনির এই ছাত্রীর নাম সুলতানা পারভিন। বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসায় শিক্ষারত। দেড় বছর আগে কন্যাশ্রী পাওয়ার জন্য আবেদনকরেন সুলতানা। মাদ্রাসা থেকে সেই ফরম স্থানীয় পঞ্চায়েতে পাঠিয়ে দেওয়া হয়। এই পঞ্চায়েত অফিস থেকে ব্লক অফিসে ফর্ম পাঠাতে টাকার দাবি করেন এক কর্মী। এমনই অভিযোগ করেছেন সুলতানা। কাটমানি না দেওয়ায় তার ফর্মে বিবাহিত দেখিয়ে আবেদন পত্র বাতিল করে দেওয়া হয়েছে।

এরপর বিডিও সহ, রতুয়া থানা, জেলাশাসক, মহকুমাশাসকের কাছে লিখিত আবেদন পাঠান ছাত্রী। তারপরেই ওই কর্মীর বিরুদ্ধে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

এ প্রসঙ্গে বিডিও জানিয়েছেন, “ তদন্তে যদি উঠে আসে ওই সরকারি কর্মীর গাফিলতি রয়েছে তাহলে তাঁকে এই কাজের ফল ভুগতে হবে। ”