- Home
- West Bengal
- West Bengal News
- ভোটের আগেই বকেয়া DA মিটিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মহার্ঘ ভাতা নিয়ে বড় আপডেট
ভোটের আগেই বকেয়া DA মিটিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মহার্ঘ ভাতা নিয়ে বড় আপডেট
DA News: চলতি বছরই মার্চ-এপ্রিল মাসে হতে পারে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যের সরকারি কর্মীরা বকেয়া ডিএ পেতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এক সদস্যের কথায় আশার আলো সরকারি কর্মীদের মধ্যে।

ভোটের আগেই সুখবর!
ভোটের আগেই সরকারি কর্মীরা কি সুখবর পাবেন? কারণ সরকারি কর্মীদের দীর্ঘ দিনের DA বা মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে। কিন্তু চলতি বছরই মার্চ-এপ্রিল মাসে হতে পারে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যের সরকারি কর্মীরা বকেয়া ডিএ পেতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এক সদস্যের কথায় আশার আলো সরকারি কর্মীদের মধ্যে।
ভোটে গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি কর্মীরা
চলতি বছর বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে রাজ্যের সরকারি কর্মীদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভোটেও সরকারি কর্মীরা একটি বড় ভোটব্যাঙ্ক। তাদের সন্তুষ্ট রাখাও জরুরি, রাজ্য সরকারের। আর সেই কারণে ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে আশার আলো জাগতে শুরু করেছে।
মন্ত্রীর বক্তব্য
রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী মানস ভুঁইয়া। সম্প্রতি তিনি সরকারি কর্মীদের একটি সভায় উপস্থিত ছিলেন। সেখানেই তিনি রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে কিছু মন্তব্য করেন। তাতেই সরকারি কর্মীদের মনে আশার আলো তৈরি হয়েছে। সেখানে সরকারি কর্মীদের কাজকর্ম থেকে শুরু করে তাদের বকেয়া মহার্ঘ ভাতা -সহ একাধিক ভাতার বিষয়টা উঠে এসেছে।
মন্ত্রীর কথা
রাজ্যের মন্ত্রী বলেছেন, সরকারি কর্মীরা বিভিন্ন জনমুখী প্রকল্পের রূপায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া সরকারি পরিষেবা সাধারণ মানুষের দুয়ারে নিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, সরকারি কর্মীদের ভাতা, ভ্রমণ ভাতা, চর্চিত মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে সরকার ওয়াকিবহাল। সককার চোখ বন্ধ করে নেই। তিনি আরও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছেন।
ডিএ মামলা
রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা এখনও সুপ্রিম কোর্টে রয়েছে। রায় ঘোষণা করা হয়নি। সরকারি কর্মীদের একাংশের আশা জানুয়ারি মাসেই রায় ঘোষণা করতে পারে। অনেক সরকারি কর্মীর আশা ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটেই বকেয়া ডিএর কথা ঘোষণা করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়েরক সরকার।
