ঠাকুমার মৃত্যুতে গান বাজিয়ে তুমুল নাচ নাতি আর প্রতিবেশীদের, শ্মশান জুড়ে আনন্দের আবহ

ঠাকুমার মৃত্যুতে গান বাজিয়ে তুমুল নাচ নাতি আর প্রতিবেশীদের, 'শেষ ইচ্ছেয়' শ্মশান জুড়ে আনন্দের আবহ। ১২২ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলনে মালদার বেলকা মণ্ডলের।

Share this Video

দুটি মহামারি, দেশভাগের সাক্ষী তিনি। কিন্তু তাঁরই নির্দেশ ছিল জীবন উপভোগ করছেন। তাই মৃত্যুর পরেও আনন্দের আবহ রেখে যেতে চান। এই মৃত্যু কোনও দুঃখ বা শোকের , এই মৃত্যু আনন্দের। অনেকটা তেমনই দাবি শতায়ু সম্পন্ন করা এক বৃদ্ধার পরিবারের সদস্যরা। আর সেই কারণে শতায়ু সম্পন্ন করা এক বৃদ্ধার শেষযাত্রায় রীতিমত ব্যান্ডপার্টি , ডিজে বাজিয়ে বৃদ্ধার দেহ নিয়ে যাওয়া হল শ্মশানে। বেলকাদেবীর শেষ যাত্রাকে তাঁরই নির্দেশে স্মরণীয় করে রাখলেন এলাকার বাসিন্দারা৷

Related Video