Hanskhali Case Verdict : তৃণমূল নেতার দাপট চলল না আদালতে, হাঁসখালি কাণ্ডে কড়া শাস্তির মুখে দোষীরা

Hanskhali Case Verdict : হাঁসখালি গণধর্ষণ মামলায় ঐতিহাসিক রায় রানাঘাট আদালতের। তৃণমূল নেতার ছেলে ব্রজ গয়ালি-সহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড। সাজা পেলেন তৃণমূল নেতা সমরেন্দ্র গয়ালিও।

Share this Video

Hanskhali Case Verdict : দীর্ঘ আড়াই বছরের অপেক্ষার পর অবশেষে বিচার পেল নদিয়ার হাঁসখালির নির্যাতিতা নাবালিকা। হাঁসখালি গণধর্ষণ ও মৃত্যু মামলায় মূল অভিযুক্ত তথা তৃণমূল নেতার ছেলে ব্রজ (সোহেল) গয়ালি-সহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট এডিজে আদালত। একইসঙ্গে তথ্য গোপনের অপরাধে দোষী সাব্যস্ত করে সাজা শোনানো হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতাকেও।

Related Video