- Home
- West Bengal
- West Bengal News
- Weather: ধেয়ে আসছে প্রাকৃতিক দুর্যোগ, ৫ জেলায় প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কয়েক দিন
Weather: ধেয়ে আসছে প্রাকৃতিক দুর্যোগ, ৫ জেলায় প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কয়েক দিন
- FB
- TW
- Linkdin
বুধে বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের মতে সন্ধ্যে থেকে রাতের মধ্যেই দক্ষিণবঙ্গে হালকা থেকে ভারি বৃষ্টি হতে পারে। আজ থেকে শনিবার পর্যন্ত গোটা রাজ্যেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার থেকেই মেঘ কাটবে
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকেই আকাশের মুখভার কাটবে। আবহাওয়ার পরিস্থিতি উন্নত হবে।
বুধে দুর্যোগের জেলা
আলপুর হাওয়া অফিসের মতে বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
কালবৈশৈখীর পরিস্থিতি
আলিপুর হাওয়া অফিসের মতে শুক্রবার আবহাওয়া আরও খারাপ হবে। দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিবাদাব, নদিয়া- পাঁচ জেলায় কালবৈশাখীর মত পরিস্থিতি তৈরি হবে। ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টি
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বাকি জেলাগুলিতে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শুক্রবার ভারী বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী শুক্রবার দুই মেদিনীপুর ও দঃ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দিন গোটা রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতার তাপমাত্রা
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এদিন থেকেই কলকাতার তাপমাত্রা ছিল অনেকটাই নিম্নগামী। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ম তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি। চলতি সপ্তাহে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ৩৩-৩৫ ডিগ্রির আশেপাশে থাকবে। আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
দুর্যোগের কারণ
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ, অসম, মধ্যপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে আগামী ৯ মে অর্থাৎ শুক্রবার। তারই জেরে বৃষ্টি বাড়বে। যার কারণে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৎস্যজীবীদের জন্য সতর্কতা
আবহাওয়ার পরিস্থিতি খারাপ হতে পারে। সেই কারণে আগামী ১২ ঘণ্টা মৎস্যজীবীদের বাংলা উপকূলে সমুদ্রে যাওয়ার উপর সতর্কতা জারি করেছে।
দেশেও বৃষ্টি
দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কেরল, মাহে, পণ্ডিচেরিতে আগামী কয়েকদিন রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।