- Home
- West Bengal
- West Bengal News
- আকাশ ঢেকেছে ঘন কালো মেঘে, উত্তরের জেলাগুলোতে ঝড়বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কতটা?
আকাশ ঢেকেছে ঘন কালো মেঘে, উত্তরের জেলাগুলোতে ঝড়বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কতটা?
রেকর্ড বৃষ্টিপাতে ভিজছে রাজ্য। গতকাল মধ্যরাত থেকে শুরু হওয়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুক্রবার পর্যন্ত চলবে বলে পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।

বৃষ্টির রেজে নাজেহাল রাজ্যবাসী। এবছর হয়েছে রেকর্ড করা বৃষ্টি। এখন বৃষ্টির বিরাম নেই। বেশ কিছুদিন ধরেই চলছে বৃষ্টি। কখনও বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে শহর ও শহরতলী আবার কখনও আবার হচ্ছে মুষলধারে বৃষ্টি। টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা সকলের। শেষ দুই থেকে তিন দিন বৃষ্টিপাত কিছুটা হলেও কম হয়েছিল। কিন্তু, গতকাল মধ্যরাত থেকে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। জেনে নিন কেমন থাকবে আবহাওয়া।
মঙ্গলবার জানিয়েছে, অমৃতসর, পটীলয়া, মুজফ্ফরনগর, খেরি, বাল্মীকিনগরের ওপর দিয়ে মৌসুমি অক্ষরেখা পূর্ব অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। অন্য দিকে, বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাস্প সাগর থেকে ছুটে আসছে। তার জেরে হচ্ছে ঝড় বৃষ্টি।
এর প্রভাবে চলবে বৃষ্টি। শুক্রবার পর্যন্ত চলবে দুর্যোগ। আজ বুধবার কলতালা সব দক্ষিণের সব জেলায় হবে বৃষ্টি। ভারী বৃষ্টি হবে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায়। এদিকে আজ মধ্য়রাত থেকে শহরে চলছে বৃষ্টি। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭।
আজ বুধবার উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলায় হবে বিক্ষিপ্ত বৃষ্টি। সঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আছে।
বৃহস্পতিবারও চলবে বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে চলবে বৃষ্টি। শুক্রবার পুরুলিয়াতে হবে ভারী বৃষ্টি। এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির ফলে ক্রমশ বাড়ছে নদীর জলস্তর। ফুঁসছে তিস্তা, তোর্সা, জলঢাকা। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা এড়ানো যাচ্ছে না।

