
জীবনের ঝুঁকি নিয়ে জল থেকে অনেককে বাঁচিয়েছেন, আজ নিজেই তলিয়ে গেলেন
Hooghly News Today : চুঁচুড়ার গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া প্রৌঢ় সুরেন্দ্র সাহানির (৫০) নিথর দেহ উদ্ধার হল ২৪ ঘণ্টা পর। আজ সকাল সাড়ে দশটা নাগাদ চাপদানি গঙ্গা থেকে তাঁর দেহ উদ্ধার করে আনা হয় চুঁচুড়ার অন্নপূর্ণা ঘাটে। ঘটনায় এলাকায় শোকের ছায়া।