12:55 PM (IST) May 24
Higher Secondary education Live Updates: উচ্চমাধ্যমিকে এরা হলেন এই বছরের টপার

 

উচ্চমাধ্যমিক পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে। শুভ্রাংশু সর্দার ৯৯.২ শতাংশ পেয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে বাঁকুড়ার সুষমা খান ও আবু সামা। উভয়েরই ৯৯ শতাংশ নম্বর রয়েছে। এই বছর তৃতীয় স্থানে ছিল চারজন শিক্ষার্থী।চন্দ্রবিন্দু মাইতি, অনসূয়া সাহা, পিয়ালি দাস, শ্রেয়া মল্লিক চার জনেরই ৯৮.৮ শতাংশ নম্বর পেয়েছে।

12:34 PM (IST) May 24
Higher Secondary education Live Updates: তৃতীয় স্থানে তমলুক, আলিপুরদুয়ার ও বালুরঘাট থেকে

 

উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েছেন চন্দ্রবিন্দু মাইতি, অনসূয়া সাহা, পিয়ালি দাস, শ্রেয়া মল্লিক চার জনেরই ৯৮.৮ শতাংশ নম্বর পেয়েছে।

12:28 PM (IST) May 24
Higher Secondary education Live Updates: দ্বিতীয় স্থানে সুষমা পাল ও আবু সামা

 

উচ্চমাধ্যমিকে দ্বিতীয় স্থানে রয়েছে বাঁকুড়ার সুষমা পাল এবং উত্তর দিনাজপুরের আবু সামা

12:23 PM (IST) May 24
Higher Secondary education Live Updates: প্রথম স্থান নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র

প্রথম ১০-এর মধ্যে আছে ৮৭ জন ছাত্রছাত্রী। হুগলী থেকে ১৮ জন। প্রথম স্থান নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু শুভ্রাংশু সর্দার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬, ৯৯.২%।

12:21 PM (IST) May 24
Higher Secondary education Live Updates: ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষার তারিখ

 

২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা ১৬-২৯ ফেব্রুয়ারি, সকাল ১০টার বদলে ১২ টা থেকে ৩:১৫ পর্যন্ত পরীক্ষা।

12:20 PM (IST) May 24
Higher Secondary education Live Updates: পাশ করেছে ৭ লক্ষ ৩৭ ৮০৭ জন ছাত্রছাত্রী

 

৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ ছাত্রছাত্রীর মধ্যে পাশ করেছে ৭ লক্ষ ৩৭ ৮০৭। পাসের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। ১১ জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি।

12:16 PM (IST) May 24
Higher Secondary education Live Updates: ছাত্রদের তুলনায় ভালো ফল করেছে ছাত্রীরা

 

১ লক্ষ ২৭ হাজার, ১৪.১৮% বেশি ছাত্রদের তুলনায় ভালো ফল করেছে ছাত্রীরা। ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত পরীক্ষার খাতা পরীক্ষা করতে দেওয়া যাবে। ৯১.৮৬% ছেলেরা, মেয়েদের পাশের হার ৮৭.২৬%

12:03 PM (IST) May 24
Higher Secondary education Live Updates: অপেক্ষা শীঘ্রই শেষ হবে

পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। লেটেস্ট আপডেটের জন্য এই পেজে থাকুন।

11:36 AM (IST) May 24
Higher Secondary education Live Updates: তিনটি স্ট্রিমের ফলাফল প্রকাশ করা হবে

পশ্চিমবঙ্গ বোর্ড উচ্চ মাধ্যমিক পরীক্ষার তিনটি ধারার ফলাফল একই সঙ্গে প্রকাশ করা হবে। বোর্ডের ওয়েবসাইটে দেখা যাবে। শীর্ষস্থানীয়দের নামের সঙ্গে, পাশের শতাংশও থাকবে।

10:37 AM (IST) May 24
Higher Secondary education Live Updates: এই অ্যাপ্লিকেশন থেকেও ফলাফল দেখা যাবে

পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চমাধ্যমিকের ফলাফল এই মোবাইল অ্যাপ্লিকেশন থেকে দেখা যাবে। এর নাম WBCHSE Results 2023। আপনি এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন।

10:10 AM (IST) May 24
WBCHSE WB HS ফলাফল 2023 লাইভ: ফলাফল এই সময়ে আসবে

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ ১২ টায় প্রকাশিত হবে। মুক্তির পরে, তারা অফিসিয়াল ওয়েবসাইটে wbresults.nic.in এবং wbchse.wb.gov.in-এ চেক করা যাবে।

09:41 AM (IST) May 24
পরীক্ষা শেষের ৫৮ দিনের মধ্যেই ফল প্রকাশ

১৪ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়্ছিল এবং শেষ হচ্ছে ২৭ মার্চ। এই বছর সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী যা ২০২২ সালের থেকে ১ লক্ষেরও বেশি। পরীক্ষা শেষের ৫৮ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে।