
Himanta Biswa Sarma: অমিত শাহকে Naughty হোম মিনিস্টার আখ্যা মমতার, পাল্টা দিলেন হেমন্ত বিশ্বাস শর্মা
Himanta Biswa Sarma: আইপ্যাক প্রধান প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশির সময় মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হয়ে ফাইল হার্ড ড্রাইভ নিয়ে চলে যাওয়ার সময় অমিত শাহকে Naughty হোম মিনিস্টার আখ্যা দেন। এই ইস্যুতে মমতাকে একহাত নিলেন হেমন্ত বিশ্বাস শর্মা। পাশাপাশি কেন্দ্রীয় বিজেপি নেতা তরুণ চুঘও একহাত নিলেন মমতাকে।