
Basirhat : হঠাৎ কী হল? স্ত্রীকে বাড়ি ফেরাতে থানার সামনে ধরনায় স্বামী, হিঙ্গলগঞ্জে চাঞ্চল্য
Basirhat : উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর রায় পাড়ায় চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীকে ফিরে পেতে সাহেবখালি পুলিশ ক্যাম্পের সামনে ধরনায় বসলেন স্থানীয় বাসিন্দা সিদ্ধার্থ মণ্ডল।
Basirhat : উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর রায় পাড়ায় চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীকে ফিরে পেতে সাহেবখালি পুলিশ ক্যাম্পের সামনে ধরনায় বসলেন স্থানীয় বাসিন্দা সিদ্ধার্থ মণ্ডল। তাঁর অভিযোগ, ২০ জুন স্ত্রী মৈত্রী সিনহা মণ্ডল শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকেই তাঁকে আটকে রাখা হয়েছে। বারবার ফিরিয়ে আনার চেষ্টা সত্ত্বেও স্ত্রী আসেননি। স্ত্রীকে আনতে গেলে শ্বশুরবাড়ির লোকজন মারধর করে বলে অভিযোগ করেন সিদ্ধার্থ। অভিযুক্তদের মধ্যে রয়েছেন শ্বশুর গৌরাঙ্গ সিনহা, স্ত্রী মৈত্রী, শালী মোনালিসা সিনহা ও গৌতম মণ্ডল, যিনি স্থানীয় চাঁড়ালখালি স্কুলের শিক্ষক। অভিযোগ পেয়ে হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সিদ্ধার্থ। পুলিশ তদন্তে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনকে পলাতক পায়। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অন্যদিকে, স্ত্রী মৈত্রী সাফ জানিয়ে দেন— স্বামীর বাড়ি নয়, তাঁর নিজের বাড়িতেই স্বামীকে থাকতে হবে, তবেই তিনি সংসার করবেন। স্বামী-স্ত্রীর এই দ্বন্দ্বের জেরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, এই ভাঙনের নেপথ্যে কি শুধু মানসিক দূরত্ব, নাকি রয়েছে অন্য কোনও গোপন কারণ? ঘটনাকে কেন্দ্র করে সাহেবখালিতে উত্তেজনা ছড়িয়েছে। বিষয়টি ঘিরে তদন্তে নেমেছে পুলিশ।