Hooghly Latest News Today: বিয়ের কারণে ছুটিতে বাড়ি ফেরার কথা, হঠাৎই এইরকম চরম সিদ্ধান্ত! শোকের ছায়া পরিবারের উপর
নিজের সার্ভিস রিভলভার দিয়ে প্রাণ নেওয়ার চেষ্টা কনস্টেবলের। ঘটনাটি ঘটে চুঁচুড়া হাসপাতালে পুলিশ লকআপে। আশঙ্কাজনক অবস্থায় কনস্টেবলকে আইসিইউতে ভর্তি করা হয়। সূত্রের খবর ৩ মার্চ তাঁর বিয়ে আজই ছুটিতে বাড়ি যাওয়ার কথা ছিল।
নিজের সার্ভিস রিভলভার দিয়ে প্রাণ নেওয়ার চেষ্টা কনস্টেবলের। ঘটনাটি ঘটে চুঁচুড়া হাসপাতালে পুলিশ লকআপে। আশঙ্কাজনক অবস্থায় কনস্টেবলকে আইসিইউতে ভর্তি করা হয়। সূত্রের খবর ৩ মার্চ তাঁর বিয়ে আজই ছুটিতে বাড়ি যাওয়ার কথা ছিল। কেন এমন পদক্ষেপ তা খতিয়ে দেখছে পুলিশ।