হুগলির মাল পাহাড়পুর গ্রামে ছিল দুয়ারে সরকার ক্যাম্প। সেখানেই গ্রামের পঞ্চায়েতের উপপ্রধানকে দেহরক্ষী নিয়ে ঘুরতে দেখা যায়।
তৃণমূল কংগ্রেসের (TMC) দুই পক্ষের বিবাদে বিশৃঙ্খলা দুয়ারে সরকার ক্যাম্পে। বন্দুক উঁচিয়ে দ্বন্দ্ব দুই গোষ্ঠীর মধ্যে। সেই ভিডিও ভাইরাল (Video Viral) হল নিমেষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে পুলিশ। যদিও গ্রামে এখনও রয়েছে আতঙ্কের পরিবেশ। সম্প্রতি রাজ্যে চালু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প (DUARE SARKAR)। রাজ্য সরকারের ৩৭টি পরিষেবা রাজ্যের মানুষের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। এই ক্যাম্পে রাজ্য সরকারের প্রকল্পগুলিতে আবেদনও করা হয়।
হুগলির মাল পাহাড়পুর গ্রামে ছিল দুয়ারে সরকার ক্যাম্প। সেখানেই গ্রামের পঞ্চায়েতের উপপ্রধানকে দেহরক্ষী নিয়ে ঘুরতে দেখা যায়। দেহরক্ষীর হাতেই ছিল বন্দুক। সেই দেহরক্ষী বন্দুক বার করে ঝামেলা তৈরি করে বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। দেখুন সেই ভিডিওঃ
ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।
দুয়ারে সরকার ক্যাম্পে কোনও রাজনৈতিক দলের ব্যক্তিদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। ঘটনা ঘটেছে তারকেশ্বর নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্ররামপুর হাইস্কুলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার থেকে নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্র রামপুর হাইস্কুলে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। বুধবার নির্বিঘ্ণে ক্যাম্প পরিচালিত হলেও বৃহস্পতিবার সকালে ক্যাম্প শুরু হলেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। এক পক্ষ তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়। প্রতিপক্ষ উপ পঞ্চায়েত প্রধান শেখ মণিরুলের গোষ্ঠী। দুই পক্ষের মধ্যে প্রথমে লাঠালাঠি হয়। সেই সময়ই উপপ্রধানের দেহরক্ষী বন্দুক তুলে ধমকায় প্রতিপক্ষকে।
দুয়রে সরকার ক্যাম্পে গন্ডোগোল হচ্ছে - এই খবর পেয়েই ঘটনাস্থলে আসে হুগলি জেলা পুলিশ। ঘটনাস্থলে আসে অতিরিক্ত পুলিশ সুপার, তারকেশ্বরের সিআই। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় জানান একটা ঝামেলা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ক্যাম্পের মধ্যে রাজনৈতিক কোনও নেতা কর্মীকে প্রবেশ করতে দেওয়া হয়নি। পুলিশ মোতায়নের পরই আবার দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
