Hooghly News: ‘দাঁড়া, মজা দেখাচ্ছি!’ এক মুহূর্তেই বদলে গেল সব! ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ল শ্যালকেরা, আতঙ্কে এলাকা

হুগলির চক বাঁশবেড়িয়ায় ঘটে গেল এক আঁতকে ওঠা ঘটনা। সূত্রের খবর দুই শ্যালকের মধ্যে ঝগড়া চলছিল জামাইবাবুর। পরিবারের দাবি সেই বচসার জেরেই এইরকম করে অভিযুক্ত দুই শ্যালক।

| Updated : Apr 01 2025, 05:02 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

হুগলির চক বাঁশবেড়িয়ায় ঘটে গেল এক আঁতকে ওঠা ঘটনা। সূত্রের খবর দুই শ্যালকের মধ্যে ঝগড়া চলছিল জামাইবাবুর। পরিবারের দাবি সেই বচসার জেরেই এইরকম করে অভিযুক্ত দুই শ্যালক। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ হারান গুরুতর জখম জামাইবাবু। পুলিশ দুই অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করেছে।

Related Video