
Uttarpara : নাবালিকার সঙ্গে কী করেছিল? ৩ দিন পর গ্রেপ্তার অসীম, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ
Uttarpara Murder Case : হুগলির কোন্নগরের কানাইপুর এলাকায় এক নাবালিকা মেয়েকে নৃশংসভাবে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, প্রতিবেশী যুবক অসীম মজুমদার গত মঙ্গলবার ওই শিশুকে খাবারের লোভ দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নেয় এবং পরে তাকে হত্যা করে।
Uttarpara Murder Case : হুগলির কোন্নগরের কানাইপুর এলাকায় এক নাবালিকা মেয়েকে নৃশংসভাবে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, প্রতিবেশী যুবক অসীম মজুমদার গত মঙ্গলবার ওই শিশুকে খাবারের লোভ দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নেয় এবং পরে তাকে হত্যা করে। এরপর মেয়েটির দেহ একটি জঙ্গল ঘেরা পুকুরে ফেলে পালিয়ে যায়।
তিন দিন ধরে ফেরার থাকার পর, গতকাল রাতে ডানকুনি এলাকায় স্থানীয় বাসিন্দারা অসীমকে চিনে ফেলেন। তারা প্রথমে গণধোলাই দেন এবং পরে পুলিশকে খবর দেন। উত্তরপাড়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় ধর্ষণ ও হত্যার মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। মেয়েটির মৃতদেহ বাঁশবাগানের একটি পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গতকাল গভীর রাতে হুগলি পুলিশ কমিশনার অমিত পি জওয়ালগি নিজে ঘটনাস্থলে যান ও তল্লাশি অভিযানে নেতৃত্ব দেন। আজ অভিযুক্তকে আদালতে রিমান্ড আবেদন সহ পেশ করা হবে।
অভিযুক্ত অসীম মজুমদার পুলিশের কাছে বারবার বলছে, "মা কসম, আমি কিছু করিনি," কিন্তু পুলিশের দাবি, তার বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ রয়েছে। এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে, স্থানীয়রা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এই ঘটনায় আরও কে বা কারা জড়িত রয়েছে, সে বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।