কেক কেটে ছাগলের জন্মদিন পালন, আমন্ত্রিত লোকসংখ্যা ১৫০, কোথায় ঘটল এই ঘটনা?

প্রায় দেড়শো জন মানুষ পাতপেড়ে খান। তাঁদের কথায়, কুকুর বিড়ালের মত পোষ্যের জন্মদিন পালন করে। তাহলে আমরা কেন পাঁঠার জন্মদিন পালন করতে পারব না। 

Share this Video

মুরগির ঝোল দিয়ে জন্মদিন উদযাপন হল পাঁঠার। তাও আবার যেসে পাঁঠা নয়! একদম বলি প্রদত্ত পাঁঠা। সেই পাঁঠা পাওয়ার পর কেটে গিয়েছে এক বছর। তাই বন্ধুদের কথায় রীতিমত পিকনিকের মেজাজে নিজের বাড়ির পোষ্যর জন্মদিনপালন করলেন হুগলির চুঁচুড়ার বাসিন্দা বাবলু ওঁরায়। তবে বাঙালি বাড়ির জন্মদিন হলেও সাহেবি কেতায় কেক কাটার ব্যবস্থাও ছিল। চুঁচুড়া বুনোকালিতলা বালিপুকুর ধারের বাসিন্দা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, গত বছর ২ রা জানুয়ারি শীতের রাতে বলি প্রদত্ত একটি পাঁঠা ছাগল বন্ধু বাবলু ওঁরাও এর বাড়িতে চলে আসে। সেই থেকে বলিপ্রদত্ত পাঁঠার স্থায়ী ঠিকানা ছিল বাবলুর বাড়ি। তাই এবার ধুমধাম করেই জন্মদিন পালন করা হয়। প্রায় দেড়শো জন মানুষ পাতপেড়ে খান। তাঁদের কথায়, কুকুর বিড়ালের মত পোষ্যের জন্মদিন পালন করে। তাহলে আমরা কেন পাঁঠার জন্মদিন পালন করতে পারব না।

Related Video