Kaliachak : চাঞ্চল্য! জীবন্ত মানুষের শরীরে কিলবিল করছে সুচ! কী বলছেন চিকিৎসকরা?

Kaliachak : মালদার কালিয়াচকে যুবকের শরীরে রহস্যজনক সুচ কাণ্ডে চাঞ্চল্য। অলৌকিক নাকি চিকিৎসা রহস্য? আতঙ্কে পরিবার, তদন্তে নামল স্বাস্থ্য দপ্তর।

Share this Video

Kaliachak : মালদার কালিয়াচকের সুলতানগঞ্জ এলাকায় এক যুবকের শরীর থেকে রহস্যজনকভাবে সুচ বেরোনোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মূক ও বধির ওই যুবকের পরিবার জানিয়েছে, কয়েক মাস আগে অপারেশনে তাঁর শরীর থেকে ৩৭টি সুচ বের করা হয়েছিল। আবার শরীরে সুচ দেখা দেওয়ায় আতঙ্কিত পরিবার। তাঁদের দাবি, এটি কালা জাদুর প্রভাব। তবে বিজ্ঞান মঞ্চ জানিয়েছে, কালা জাদু বলে কিছু নেই, বিষয়টি বৈজ্ঞানিকভাবে খতিয়ে দেখা উচিত। জেলা স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই মেডিকেল টিম পাঠাচ্ছে। এই রহস্যময় ঘটনায় পাড়া-প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

Related Video