- Home
- West Bengal
- West Bengal News
- মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবাহিত জীবনের পর্দা ফাঁস! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কৌস্তভ বাগচীর পোস্ট
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবাহিত জীবনের পর্দা ফাঁস! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কৌস্তভ বাগচীর পোস্ট
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কৌস্তভ বাগচীর পোস্ট। সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে লেখা দীপক কুমার ঘোষের বইয়ের কথা তুলে ধরেছিলেন। মমতার বিবাহিত জীবন নিয়েও প্রশ্ন করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ
আলিপুরদুয়ারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা থেকে অপারেশন বেঙ্গল-এর ডাক উঠেছে। নরেন্দ্র মোদী এই রাজ্যের সরকারের তীব্র সমালোচনা করেছেন। আর তারই পাল্টা জবাবা দিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত স্তরে নেমে আক্রমণ করছেন বিজেপি নেতারা। তেমনই অভিযোগ তৃণমূলের।
বিতর্কে 'সিঁদুর'
আলিপুরদুয়ারের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপারেশন সিঁদুরের সাফল্যের কথা তুলে ধরেছিলেন। কিন্তু তারই পাল্টা বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সাংবাদিক সম্মেলন করে মোদীর ব্যক্তিগত জীবন নিয়ে বোমা ফাটান। তিনি প্রশ্ন তোলেন মোদী নিজের স্ত্রীকে কেন সিঁদুর দিচ্ছেন না?
ক্ষুব্ধ বিজেপি
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরই বেজায় চটেছে বিজেপি। সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী সকলেই মমতার মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।
শুভেন্দুর জবাব
শুভেন্দু অধিকারীও মমতাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। কিন্তু শালীনতা বজায় রেখে। তিনি বলেন, 'উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাইপেয় বিতরণ করা হবে। আমি ওনাকে সাবধান করছি।'
সুকান্তের বার্তা
সুকান্ত মজুমদার বলেছেন, কোথায় কী বলতে হয় তা জানেন না মমতা বন্দ্যোপাধ্য়ায়। এজাতীয় মন্তব্য ঠিক নয়।
এগিয়ে কৌস্তভ বাগচী
এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় রীতিমত বোমা ফাটিয়েছেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। তিনি '"প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।"
তৃণমূলের প্রাক্তন বিধায়ক স্বর্গীয় দীপক কুমার ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায় কে নিয়ে লেখা বই "The Goddesses That Failed" এর Chapter No.7 থেকে তুলে ধরলাম।
এর উত্তর একমাত্র উনিই দিতে পারবেন।' - এই ক্যাপশনে মমতাকে সরাসরি আক্রমণ করেন।
কৌস্তভের হাতিয়ার বই
কৌস্তভের হাতিয়ারও সেই দীপক কুমার ঘোষের বই 'The Goddesses That Failed'। এই বইটি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নানা তথ্য রয়েছে। লিখেছেন প্রাক্তন আমলা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপক কুমার ঘোষ।
সপ্তম অধ্যায়
কৌস্তভ বইটির সপ্তম অধ্যায় থেকে একটি চিঠির ছবি দিয়েছেন। যেখানে দীপক কুমার ঘোষ তাঁকে কতগুলি প্রশ্ন করেছেন।
প্রশ্ন
৩০ এপ্রিল ২০১২ সালে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে প্রদান করা ওই চিঠিতে দীপক কুমার ঘোষ মমতার বৈবাহিক জীবন সম্পর্কে জানতে চান। পাশাপাশি, সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ আলিপুর পুলিশ কোর্টের আইনজীবী এবং তৎকালীন তৃণমূল বিধায়ক রণজিৎ ঘোষের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ ছিলেন কিনা সেই প্রশ্নও উপস্থাপিত করেন তিনি। এছাড়াও ২০১১ সালের ২০ মে রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে রণজিৎ ঘোষ উপস্থিত ছিলেন কিনা সেই বিষয়েও প্রশ্ন করেন।
সন্তান নিয়েও প্রশ্ন
কৌস্তভ বাগচীর ফেসবুক পোস্টে, দীপক ঘোষের চিঠির যে অংশ প্রকাশ করেছেন, সেখানে লেখক মমতার বৈবহিক সম্পর্ক আর তিনি সন্তান সম্ভবা হয়েছিলেন কিনা তও জানতে চান।
ভার্জিনিটি টেস্টের দাবি
বইটিতে দীপক কুমার ঘোষ দিল্লির AIIMS-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্জিনিটি টেস্ট করানোরও দাবি জানান।
জবাব দাবি
ওই চিঠির শেষ অনুচ্ছেদে দীপক কুমার ঘোষ মমতার উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দেন, এই চিঠি প্রাপ্তির ১০ দিনের মধ্যে এই সংক্রান্ত প্রশ্নগুলির উত্তর তিনি যেন দেন। যাতে এই চিঠি যদি কোনও দিন প্রকাশিত হয়, সেক্ষেত্রে মমতা ভিন্ন দাবি না করতে পারেন। এগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কৌস্তভ।

