- Home
- West Bengal
- West Bengal News
- ২৩ থেকে ২৬ টানা চারদিন বাতিল থাকবে ট্রেন পরিষেবা! দুর্ভোগ নিত্যযাত্রীদের
২৩ থেকে ২৬ টানা চারদিন বাতিল থাকবে ট্রেন পরিষেবা! দুর্ভোগ নিত্যযাত্রীদের
- FB
- TW
- Linkdin
কম সময়ে দীর্ঘ পথ, খরচও কম। তাই মধ্যবিত্তের যাতায়াতের অন্যতম বিকল্প হল ট্রেন। সারা বিশ্বের মধ্যে ভারতীয় রেল চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক।
তাই জনসাধারণের অফিস হোক বা ভ্রমণ একমাত্র ভরসা এই রেলপথ। রেল সবচেয়ে বড় যাতায়াতের সমস্যা মেটায় নিত্য অফিসযাত্রীদের।এদের সবচেয়ে ট্রেনের বেশি প্রয়োজন।কিন্তু সবচেয়ে বড় থবর হল আগামী চারদিন ব্যাঘাত ঘটবে রেল পরিষেবায়।
কারণ বাতিল থাকবে একগুচ্ছে ট্রেন, যার জেরে চরম চরম ভোগান্তির মুখে পড়তে হবে নিত্য যাত্রীদের।
টানা চারদিন হাওড়া- ব্যাণ্ডেল শাখার একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে বলে জানা গিয়েছে। ফলে নাজেহাল হতে হবে সাধারণ যাত্রীদের।
জানা গিয়েছে হাওড়া থেকে ব্যাণ্ডেল যাওয়ার প্রায় ৩০ টি ট্রেন বাতিল করা হয়েছে।
হাওড়া টু শ্রীরামপুরের চারটি ট্রেন বাতিল করা হয়েছে, শ্যাওড়াফুলি থেকে হাওড়া আসার ২২ টি ট্রেন বাতিল এবং হাওড়া থেকে বেলুড় যাওয়ার ৪ টি ট্রেন বাতিল করা হয়েছে।
একইসঙ্গে বাতিল করা হয়্ছে ব্যাণ্ডেল থেকে হাওড়া যাওয়ার মাতৃভূমি লোকালও।
এই ট্রেন বাতিলের কারণ হিসেবে জানা গিয়েছে হাওড়ার চাঁদমারি ব্রিজ ও সালকিয়ার বেনারস ব্রিজ মেরামতির কাজ হবে।
এছাড়া বাড়ানো হবে সিগনাল পয়েন্টও। যার জেরে বাতিল থাকবে একাধিক ট্রেন।
আসলে রেলযাত্রীদের সুবিধার জন্যই এই চারদিনে একাধিক ট্রেন বাতিলের কাজ শুরু হচ্ছে।