সংক্ষিপ্ত

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার পাশাপাশি আগামী বছরের পরীক্ষার দিনক্ষণও ঘোষণা করে দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। 

 

২০২৩ সালের ২৪ মে তারিখে বেরিয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ ছাত্রছাত্রী এবছর পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে পরীক্ষা দিয়েছেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। পাশ করেছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭, অর্থাৎ মোট পাশের হার ৮৯.২৫% । আজ দুপুর বারোটার পর ফল ঘোষণা করেছেন সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য।

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার পাশাপাশি আগামী বছরের পরীক্ষার দিনক্ষণও ঘোষণা করে দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। ফলাফল ঘোষণার আগে চিরঞ্জিব ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন যে, আগামী বছর, অর্থাৎ ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হচ্ছে

২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি তারিখে। পরীক্ষা শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। প্রত্যেক বছর পরীক্ষা শুরু হয় সকাল ১০টা থেকে। পরের বছর সেই সময়সূচি বদল করে পরীক্ষার সময় রাখা হতে চলেছে বেলা ১২ টায়। দুপুর ১২ টা থেকে দুপুর ৩টে বেজে ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুন-

উচ্চ মাধ্যমিকে প্রথম দশে ৮৭ জন, টুইট করে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
HS Result 2023: বেরোল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল, একমাত্র প্রথম স্থানাধিকারি শুভ্রাংশু সর্দার
UPSC 2022-23 Result: মেয়েদের হাতেই রইল প্রথম চার সেরার শিরোপা, প্রথম ২৫-এ ১৪ জনই মহিলা