গালাগালির প্রতিবাদ করায় বেধড়ক মার গৃহবধূকে! রেহাই পাননি অসুস্থ স্বামীও
ঘটনাস্থল নৈহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ড। অরবিন্দ পল্লির বাসিন্দা একজন ক্যান্সার আক্রান্ত প্রাক্তন পুলিশকর্মী ও তাঁর গৃহবধূ। গৃহবধূ ভোরবেলায় মর্নিংওয়াক করতে বেরিয়েছিলেন। সেখানে গালাগালির প্রতিবাদ করতেই তাঁর উপর চড়াও হয় ২ যুবক।
ঘটনাস্থল নৈহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ড। সেই ওয়ার্ডের অরবিন্দ পল্লির বাসিন্দা একজন ক্যান্সার আক্রান্ত প্রাক্তন পুলিশকর্মী ও তাঁর গৃহবধূ। সুত্রের খবর, গৃহবধূ তাঁর ৪ বান্ধবীর সঙ্গে ভোরবেলায় পাড়ার একটি মাঠে মর্নিংওয়াক করতে বেরিয়েছিলেন। সেখানেই তাঁরা দেখেন রাস্তার পাশে দাঁড়িয়ে দুই যুবক চিৎকার করে ফোনে কাউকে গালিগালাজ করছিলেন। প্রকাশ্য স্থানে এভাবে গালিগালাজ করায় গৃহবধূ সেটার প্রতিবাদ করেন। না থেমে উল্টে ওই দুই যুবক তাঁদেরকেও গালাগালি দিতে দিতে আচমকা চড়াও হয়। চুলের মুঠি ধরে সেই গৃহবধূকে মারতে থাকে। কোনও মতে সেখান থেকে সেই গৃহবধূ ও তাঁর বান্ধবীরা পালিয়ে তাঁদের বাড়ির দিকে ছুটে যায়। সেই দুই যুবক তাঁদের ধাওয়া করে বাড়ি পর্যন্ত পৌঁছে আবার গৃহবধূর উপর চড়াও হয়। আওয়াজ শুনে ক্যান্সার আক্রান্ত প্রাক্তন পুলিশকর্মী তাঁর গৃহবধূকে বাঁচাতে গেলে ওই দুই যুবক তাঁকেও নির্মমভাবে মারে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে নৈহাটি থানায়। এখনও ওই দুই যুবকের খোঁজ চলছে।