- Home
- West Bengal
- West Bengal News
- LPG Gas New Rules: ৩০ তারিখের মধ্যে এই নিয়ম না মানলে আর মিলবে না রান্নার গ্যাস! এমনকি বাতিল হবে বুকিং-ও
LPG Gas New Rules: ৩০ তারিখের মধ্যে এই নিয়ম না মানলে আর মিলবে না রান্নার গ্যাস! এমনকি বাতিল হবে বুকিং-ও
রান্নার গ্যাস পেতে এবার থেকে বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক। বুকিং করা সিলিন্ডার ডেলিভারি না হওয়ায় বহু পরিবার সমস্যার মধ্যে পড়েছে। আগাম কোনও সরকারি বিজ্ঞপ্তি ছাড়াই এই নিয়ম কার্যকর করা হয়েছে বলে অভিযোগ।

এবার থেকে রান্নার গ্যাস পেতে হলে অবশ্যই করতে হবে এই কাজ। নয়তো বাতিল হবে গ্যাস বুকিং।
ইতিমধ্যেই বুকিং করেও সিলিন্ডার হাতে পাচ্ছেন না বহু মানুষ, এমনই অভিযোগ করেছেন বহু গ্রাহক।
গ্যাস সংস্থাগুলি এই নিয়ম কার্যকর করার সময় জানিয়েছে ৩০ তারিখের মধ্যেই এই নিয়ম না মানলে গ্যাস বুকিং করা যাবে না।
আগাম কোনও সরকারি বিজ্ঞপ্তি ছাড়াই এই নিয়ম কার্যকর করা হয়েছে বলে অভিযোগ করছেন গ্রাহকরা।
বুকিং করা সিলিন্ডার ডেলিভারি না হওয়ায় বহু পরিবারের সমস্যার মধ্যে পড়েছে, অনেকেই এই বিষয় এখনও জানেন না। ফলে তাঁদের দৈনন্দিন জীবনে বড় ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে।
গ্রাহকদের একাংশের অভিযোগ, মোবাইল অ্যাপে সমস্যা হচ্ছে যার ফলে প্রবীণ গ্রাহকরা মোবাইল থেকে এই কাজ সম্পন্ন করতে ব্যর্থ হচ্ছেন।
এবার থেকে রান্নার গ্যাস পেতে হলে বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে।
তবে আগাম এই নিয়ম কার্যকর হওয়া নিয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি নেই, বলে অভিযোগ তোলা হয়েছে।
ফলে তীব্র অসন্তোষ ছড়িয়েছে গ্রাহকদের মধ্যে। তাঁরা দাবি করেছেন, বুকিং করেও সিলিন্ডার হাতে পাচ্ছেন না বহু মানুষ।
বর্ধমান শহরের খোসবাগান এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন বহু গ্রাহক।
শহরাঞ্চলেও যাঁদের বাড়িতে একটিই সিলিন্ডার রয়েছে, তাঁদের জন্য এই পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। রান্নার বিকল্প ব্যবস্থা না থাকায় বহু পরিবার সমস্যায় পড়েছে।
তাঁদের অভিযোগ, হঠাৎ করেই ডিলাররা জানাচ্ছেন যে বায়োমেট্রিক না থাকলে সিলিন্ডার দেওয়া হবে না।
গ্রাহকদের একাংশের দাবি, যদি বায়োমেট্রিক বাধ্যতামূলক করা হয়, তাহলে তা কার্যকর করার আগে সব জায়গায় নোটিশ দেওয়া উচিত ছিল। লোকাল অফিসগুলোতে বোর্ড ঝুলিয়ে প্রচার করার দরকার ছিল।

