- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের এই জেলাগুলি বৃষ্টিতে ভিজবে, তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি
Weather Update: আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের এই জেলাগুলি বৃষ্টিতে ভিজবে, তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি
বৃহস্পতিবার সকাল থেকেই তাপমাত্রার পারদ উর্ধ্বগামী কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সঙ্গে অস্বস্তিকর অবহাওয়া। কি বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই পাঁচ জেলেয় মুষলধারে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
| Published : May 16 2024, 06:06 PM IST / Updated: May 16 2024, 06:13 PM IST
- FB
- TW
- Linkdin
তাপমাত্রার পারদ চড়ছে
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের একধিক জেলায় তাপমাত্রার পারদ চড়ছে। সঙ্গে সেই পুরনো গরম ধীরে ধীরে ফিরে আসছে। এদিন সকাল থেকেই ছিল অস্বস্তিকর গরম।
কলকাতার তাপমাত্রা
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি। আগামী দিনগুলি তাপমাত্রার পারদ চড়বে। তবে এদিনের পর আগামিকাল ও পরশুদিন আকাশ থাকবে মেঘলা। তাপমাত্রাও থাকবে চড়া।
রবিবার থেকে কলকাতায় বৃষ্টি
রবিবার থেকে কলকাতা সহ গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। রবিবার থেকে গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
তাপমাত্রা বাড়বে
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারবে।
বৃহস্পতিতে বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এদিন পাঁচ জেলায় সন্ধ্যের মধ্যেই বৃষ্টি নামতে পাারে। এদিন বৃষ্টি হতে পারে, দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। আর উত্তরবঙ্গের পাঁচ জেলায়।
দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এদিন বীরভূম, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে।
উত্তরবঙ্গে বৃষ্টি
এদিন উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস।
শনিতে বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী শনিবার রাজ্যের অধিকাংশ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। চলতি সপ্তাহে তাপমাত্রা বাড়লেও সপ্তাহ শেষে স্বস্তির বার্তা দিয়েছে হাওয়া অফিস।
বৃষ্টির সঙ্গে ঝড়
এদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সঙ্গের ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বভাস দিয়েছে হাওয়া অফিস।
তাপপ্রবাহের পরিস্থিতি
আলাপুর হাওয়া অফিস আবারও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। পশ্চিমের জেলাগুলি- বাঁকুড়া, পুরুলিয়া-সহ একাধিক জেলার তাপমাত্রা ৪২ ডিগ্রির আসেপাশে পৌঁছে যেতে পারে।